E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

আমার বুকেও আগুন জ্বলছে 

২০১৯ ফেব্রুয়ারি ১৭ ১৭:২৩:২৯
আমার বুকেও আগুন জ্বলছে 

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের পুলওয়ামায় গত বৃহস্পতিবার গাড়ি বোমা হামলায় অন্তত ৪০ জওয়ানের নিহত হওয়ার ঘটনায় বুকে ‘প্রতিশোধের আগুন জ্বলছে’ বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার বিহার রাজ্যে এক অনুষ্ঠানে গিয়ে মোদি নিহত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এমন কথা বলেন।

সন্ত্রাসীদের এমন হামলার ঘটনার তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়ে মোদি বলেন, ‘দেশবাসীর মনে কতটা আগুন জ্বলছে আমি তা অনুভব করতে পারছি। জেনে রাখুন, যে আগুন আপনাদের বুকে জ্বলছে, আমার বুকেও সেই একই আগুন জ্বলছে।’

রবিবার বিহারের বারউনিতে একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে এক অনুষ্ঠানে যোগ দেন মোদি। সেখানে পুলওয়ামা হামলায় ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) নিহত জওয়ান বিহারের সঞ্জীব কুমার সিনহা ও ভাগলপুরের রতন কুমার ঠাকুরের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উপস্থিতিতে বারাউনিতে প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকার পাটনা মেট্রো রেল প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মোদি। তবে মোদির বক্তৃতায় সবকিছু ছাপিয়ে মুখ্য হয়ে ওঠে পুলওয়ামা জঙ্গি হামলার ঘটনা।

গত বৃহস্পতিবার ভারতশাসিত জম্মু-কাশ্মীরে বোমা হামলায় দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) অন্তত ৪০ জন সদস্য নিহত হওয়ার ঘটনায় সেনাবাহিনীকে যেকোনো পদক্ষেপ নেওয়ার স্বাধীনতা দেয়া হয়েছে বলে গতকাল জানান মোদি। তাছাড়া দিল্লির পক্ষ থেকে পাকিস্তানকে একঘরে করার হুমকিও দেয়া হয়েছে।

পুলওয়ামা হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক সশস্ত্র জঙ্গি সংগঠন জঈশ-ই-মোহাম্মদ। ভয়াবহ এ হামলার সমালোচনা কের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্সসহ একাধিক দেশ। দেশগুলো সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে থাকারও আশ্বাস দিয়েছে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০১৯)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test