E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গাড়িতে দম বন্ধ হয়ে ৪ শিশুর করুণ মৃত্যু

২০১৪ আগস্ট ১৪ ১৫:২০:০০
গাড়িতে দম বন্ধ হয়ে ৪ শিশুর করুণ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : বদ্ধ গাড়ির মধ্যে দম বন্ধ হয়ে ৪ শিশুর করুণ মৃত্যু হয়েছে। পার্ক করা গাড়ি খোলা পেয়ে সে গাড়িতে উঠে পড়েছিল কৌতুহলী এই ৪ শিশু। তখনই লক হয়ে যায় দরজা। আর সেই গাড়ির মধ্যেই দমবন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে ৪ শিশু।

ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ু তুতকরিন জেলার বেদান্তম গ্রামে। উৎসব উপলক্ষে চার থেকে ১০ বছর বয়সী ওই ৪ শিশু নিজ পরিবারের সঙ্গে মন্দিরে এসেছিল। সে মন্দিরের পাশেই গাড়িটি পার্ক করা ছিল। কৌতুহলী ৪ শিশু গাড়িতে ওঠার পরই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়।

সেই গাড়িটি হস্তগত করেছে পুলিশ। শোকাকুল অভিভাবকরা প্রথমে মৃত শিশুদের নিতে অস্বীকার করেন। অবশ্য পরে পুলিশের কাছ থেকে মৃতদেহ নিয়ে যান।

শিশুদের এক স্বজন জানান, এই বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। কেউ নিজের গাড়ি লক করে যায়নি বলেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। এক পুলিশের ভাষ্য, ‘শিশুরা গাড়িটিকে লক করে ফেলেছিল। কিন্তু তারা জানত না কীভাবে গাড়ি খুলতে হয়।’

(ওএস/অ/আগস্ট ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test