E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ধর্ষণ লজ্জায় মাথা হেট: মোদির

২০১৪ আগস্ট ১৫ ১২:৪৬:০৩
ধর্ষণ লজ্জায় মাথা হেট: মোদির

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, একের পর এক ধর্ষণের ঘটনায় জাতি লজ্জিত। সন্তানদের কর্মকাণ্ডের দায় অভিভাকদেরও নিতে হবে। শুক্রবার ভারতের স্বাধীনতা দিবসের বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মোদি বলেন, যখন ধর্ষণের খবর শুনি তখন লজ্জায় মাথা হেট হয়ে যায়।

মোদি আরও বলেন, শুধু আইন দিয়ে হবে না। সন্তানকে ভালো-মন্দ পার্থক্য করার ক্ষমতা অর্জন করার শক্তি যোগানোর দায়িত্ব হবে তার পিতা-মাতার।

তিনি প্রশ্ন রাখেন- মেয়েদেরকে বাবা-মা প্রশ্ন করেন, তুমি কোথায় যাচ্ছ বা কী করছ? ছেলেদেরকে কি তা জিজ্ঞেস করেন?

নরেন্দ্র মোদি বলেন, যারা ধর্ষণ করে তারা কারো না কারো সন্তান। তাদেরকে খারাপ পথে যাওয়ার আগেই থামাতে হবে।

প্রসঙ্গত, ভারতে একেরপর এক ধর্ষণ চলছেই। এক সমীক্ষায় দেখা গেছে, প্রতি ৩০ মিনিটে দেশটিতে একজন ধর্ষণের শিকার হচ্ছেন। কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের এক বিশ্লেষণে দেখা গেছে, ২০০১ থেকে ২০১৩ সালে ২৮টি রাজ্যে ও সাতটি বিশেষ অঞ্চলে ১৩ বছরে ২,৬৪,১৩০ নারী ধর্ষণের শিকার হয়েছেন। রাজধানী দিল্লিতেই কেবল ধর্ষণ ঘটেছে আট হাজার ৬০টি। সূত্র: বিবিসি

(ওএস/এটিআর/অাগস্ট ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test