E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

চীনে শিশুদের জোরপূর্বক রক্তদানে বাধ্য করার অভিযোগে

২০১৪ আগস্ট ১৬ ১৬:৪৪:০৩
চীনে শিশুদের জোরপূর্বক রক্তদানে বাধ্য করার অভিযোগে

আন্তর্জাতিক ডেস্ক : চীনের উত্তরপশ্চিমাঞ্চলে স্কুলের শিশুদের জোরপূর্বক রক্তদানে বাধ্য করার একটি কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, এই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে গানসু প্রদেশের একটি রক্ত সংগ্রহ কেন্দ্রের উপ-প্রধান হুয়াং ও বেকার ছয় ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রিপোর্টে বলা হয়, উউই নগরীর লনঝৌউ ইন্সটিটিউট অব বায়োলোজিক্যাল প্রডাক্টকস নামের কোম্পানি দেশে রক্তজাত সামগ্রী উৎপাদনকারী অন্যতম বৃহত্তম প্রতিষ্ঠান। কোম্পানিটি ওই কেন্দ্র পরিচালনা করে থাকে। খবর এএফপি’র।

উউইর লিয়াংঝৌ এলাকার এক সরকারি নিরাপত্তা ব্যুরোর কর্মকর্তারা বরাত দিয়ে প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, ঝাং নামের হুয়াংয়ের এক বন্ধু ও ঝাংয়ের কয়েকজন বন্ধু প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিশুদের রক্ত দান কেন্দ্রে যাবার জন্য জোর করছিল।

সিনহুয়া আরো জানায়, চীনে ১৮ থেকে ৫৫ বছর বয়স পর্যন্ত লোকেরা স্বেচ্ছায় রক্ত প্রদান করতে পারেন।

রক্তদানকারী শিশুদের প্রাপ্ত বয়স্ক প্রমাণের জন্য অপরাধীরা নকল পরিচয়পত্র ব্যবহার করে।

(ওএস/এটিআর/আগস্ট ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test