E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

মঙ্গল গ্রহ জয়ের অপেক্ষায় ভারত!

২০১৪ সেপ্টেম্বর ০৪ ১৪:২৫:৩০
মঙ্গল গ্রহ জয়ের অপেক্ষায় ভারত!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহাকাশ গবেষণা বিজ্ঞানীদের সংগঠন ইসরোর তৈরি মঙ্গলযান লালগ্রহ মঙ্গলের কক্ষপথে পৌঁছবে মাত্র ২২ দিন পরে। আর সব কিছু ঠিকঠাক থাকলে, বিশ্বের মধ্যে মহাকাশ গবেষণায় ভারত এক শ্রেষ্ঠ আসন নেবে।

মহাকাশবিজ্ঞানীদের প্রত্যাশা ও আকাঙ্খার মাত্রা বাড়িয়ে মহাকাশ যানটি দ্রুত বেগে মঙ্গলের দিকে পাড়ি দিচ্ছে। কম্পিউটারের জায়েন্ট স্ক্রিনে নিশ্চুপ হয়ে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল নামক যন্ত্রটির গতিবিধি লক্ষ্য করছেন বিজ্ঞানীরা। ক্ষণে ক্ষণে সময় ও দুরত্বের সমানুপাতটা অঙ্ক কষে দেখে নিচ্ছেন। সাফল্যের দোরগোড়ায় তাঁরা।

২০১৩ সালের ৫ জুন পোলার স্যাটেলাইট লঞ্চ ভেইকেল সংক্ষেপে পিএসএলভি মঙ্গলের উদ্দেশ্যে পাড়ি দেয়। পৃথিবী থেকে মঙ্গলের দুরত্ব ও গতিবেগের অনুপাতে ইসরোর বিজ্ঞানীরা এর সময় কষে দেয় ৩০০ দিন। মহাকাশে প্রতি সেকেণ্ডে ২২.৩৩ কিলোমিটার বেগে মঙ্গলের কক্ষপথের দিকে এগিয়ে চলেছে মহাকাশযানটি।

ইসরোর গবেষকরা জানিয়েছেন, মঙ্গলের পথে প্রায় ৯০ শতাংশ রাস্তা পৌঁছে গেছে পিএসএলভি। ইসরোর এই মিশনের নাম 'মঙ্গলায়ণ'। মঙ্গলায়নের ‘মঙ্গল’ হলে মহাকাশ গবেষণায় শত যোজন এগিয়ে যাবে ভারত৷

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test