E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দক্ষিণ আফ্রিকায় জন্মদিনের পার্টিতে বন্দুকহামলা, নিহত ৮

২০২৩ জানুয়ারি ৩০ ১৬:৪৯:০৩
দক্ষিণ আফ্রিকায় জন্মদিনের পার্টিতে বন্দুকহামলা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় একটি জন্মদিনের পার্টিতে দুই বন্দুকধারীর গুলিতে অন্তত আটজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। সোমবার (৩০ জানুয়ারি) দেশটির পুলিশ এ হামলার ঘটনা নিশ্চিত করে।

দেশটির পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, রোববার সন্ধ্যায় দক্ষিণের বন্দর নগরীতে এ ঘটনা ঘটে। জানা গেছে, এক বাড়ির মালিক জন্মদিন পালন করছিলেন। এসময় দুই বন্দুকধারী অনুষ্ঠানস্থলে ঢুকে পড়ে। উপস্থিত লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়ে সটকে পড়ে তারা।

পুলিশ আরও জানায়, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। নিহতদের মধ্যে বাড়ির মালিকও রয়েছেন।

এ ঘটনায় হামলার তদন্ত শুরু হয়েছে। পুলিশ বলছে, অপরাধীদের ধরতে অভিযান চলছে।

দক্ষিণ আফ্রিকায় গোলাগুলি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অপরাধী চক্রগুলোর সহিংসতা, মাদক ব্যবসার জেরে প্রায়শই হামলার ঘটনা ঘটে দেশটিতে।

সূত্র: এএফপি, এনডিটিভি

(ওএস/এসপি/জানুয়ারি ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test