E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

মনিকা আত্মহত্যা করতে চেয়েছিলেন!

২০১৪ অক্টোবর ২২ ১২:১৬:১৯
মনিকা আত্মহত্যা করতে চেয়েছিলেন!

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউসের সাবেক শিক্ষানবিশ কর্মী মনিকা লিউনস্কি বলেছেন, প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে রোমান্সের খবর ফাঁস হওয়ার পর তিনি আত্মহত্যার কথা ভেবেছিলেন। ঘটনার ১৩ বছর পর প্রথম প্রকাশ্যে মুখ খুলে মনিকা তার লজ্জা, হতাশা ও আত্মঘাতী হওয়ার চিন্তার কথা শ্রোতাদের কাছে অকপটে তুলে ধরেন। খবর: বিবিসি ও রয়টার্সের।

ফিলাডেলফিয়ায় এক ফোরামে আবেগঘন বক্তৃতাকালে তিনি বলেন, ওই খবর ফাঁসের পর ইন্টারনেটের মাধ্যমে যেসব সংবাদ ও গাল-গল্প প্রচার হয় সেগুলোর কারণে ওই সময় আমি আত্মহত্যার কথা ভেবেছি। তিনি বলেন, কম্পিউটারের পর্দায় লেখাগুলো দেখে আমি ‘ও ঈশ্বর’ বলে চিত্কার করতাম। তখন কেবল ভাবতাম ‘আমি মরতে চাই’।
সোমবার সন্ধ্যায় আয়োজিত ফোর্বস থার্টি আন্ডার থার্টি সম্মেলনে ৪১ বছর বয়সী মনিকা জানান, তিনি সাইবার নিপীড়নের শিকার যারা তাদের রক্ষায় এগিয়ে আসতে চান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে যৌন কেলেঙ্কারির খবর প্রকাশের পর থেকে দীর্ঘদিন ধরে তিনি নিজেই হাসি-ঠাট্টার শিকার হয়ে আসছেন। এখন থেকে যারা এ ধরনের নিপীড়নের শিকার হবেন তাদের পাশে দাঁড়াবেন তিনি।
মনিকা বলেন, এক দশক আগে যে ধরনের ঠাট্টা, তামাশা ও হয়রানি তার জীবনকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল সে ধরনের পরিস্থিতির শিকার যারা তাদের সাহায্যে তিনি এগিয়ে আসবেন। মনিকা বলেন, ইন্টারনেট যুগের একেবারে প্রথম দিক হলেও তিনি তীব্রভাবেই সাইবারপীড়নের শিকার হয়েছেন। ক্লিনটনের সঙ্গে জড়িয়ে পড়ার ঘটনা নিয়ে ঘরে ঘরে তাকে নিয়ে হাসি-তামাশা চলত। তিনি বলেন, বর্তমানে ইন্টারনেট আরও দুর্নিবার। তাই নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি অন্যদের এ ধরনের পরিস্থিতি অতিক্রমে সাহায্য করবেন।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে ড্রুর্জ রিপোর্টে প্রথম ক্লিনটনের সঙ্গে মনিকার সম্পর্কের খবর প্রকাশ হয়। পরে এটি বিশ্বের সব সংবাদ মাধ্যমের প্রধান শিরোনাম হয়ে ওঠে। ওই বছর ক্লিনটন প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও সিনেটে রেহাই পেয়ে যান; কিন্তু মনিকা লিউনস্কি কেলেঙ্কারির অন্ধকার ঘূর্ণিতে তলিয়ে যান। মনিকা বলেন, ইন্টারনেটের মধ্যদিয়ে বিশ্বব্যাপী যাদের সুনাম ক্ষুণ্ন করা হয় তিনি তাদের মধ্যে প্রথম দিকের। তিনি বলেন, তখন ফেসবুক, টুইটার কিংবা ইনস্ট্রগ্রাম ছিল না; কিন্তু গাল-গল্প, সংবাদ ও বিনোদনভিত্তিক ওয়েবসাইটগুলোর কমেন্ট সেকশন ও ইমেইলের মাধ্যমে সেগুলো ছড়িয়েছিল।
(ওএস/এইচআর/অক্টোবর ২২, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test