E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

তারেক রহমানের উপদেষ্টা সায়েমের পদত্যাগ

২০১৪ অক্টোবর ২৪ ১২:১৯:১৫
তারেক রহমানের উপদেষ্টা সায়েমের পদত্যাগ

নিউজ ডেস্ক : দায়িত্ব পাওয়ার দুই সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে বাধ্য হলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সালেহ মোহাম্মদ সায়েম। বৃহস্পতিবার বিকালে পূর্ব লন্ডনের সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন। পেশাগত একটি বিষয়ের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডকে টেনে এনে তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট করার অপপ্রয়াস হচ্ছে উল্লেখ করে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২১ অক্টোবর ইউকে বর্ডার এজেন্সি জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নিয়ে যায়। পুরো বিষয়টি একান্তই তার পেশাগত, যার সঙ্গে দল ও রাজনীতির কোন সম্পর্ক নেই। কিন্তু কয়েকটি সংবাদ মাধ্যমে এ ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলক, বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ প্রচার করে। কিছু সংবাদ মাধ্যম উদ্দেশ্যমূলকভাবে এ ঘটনার সঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম জড়িয়ে সংবাদ পরিবেশন করে যা উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি জানান, এ অবস্থায় তিনি দলীয় পদে থাকা সমীচীন মনে করছেন না। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে তারেক রহমানের উপদেষ্টার পদত্যাগের ঘোষণা দেন তিনি। একইসঙ্গে তিনি যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে বিরত থাকার কথা উল্লেখ করেন।

সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ, তারেক রহমানের অন্যতম মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ, আখতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দীন, আইন বিষয়ক সম্পাদক বিপ্লব পোদ্দার প্রমুখ।

(ওএস/এটিআর/অক্টোবর ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test