E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মিশরে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

২০১৪ অক্টোবর ২৫ ১১:৪০:২৩
মিশরে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

আন্তর্জাতিক ডেস্ক : মিশরের সিনাই উপদ্বীপে ভয়াবহ বোমা হামলায় অন্তত ২৬ সেনা নিহত এবং অপর ২৮ জন সেনা গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় নিহত সেনাদের সম্মানে শনিবার ভোর থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধান আব্দেল ফাত্তাহ আল সিসি।

এদিকে সাইনা উপদ্বীপে একটি সামরিক চেকপোস্টে এ হামলা চালানো হয়। আহতদের অনেকের অবস্থা আশংকাজনক।

তবে শুক্রবার বিকেলে শেখ জুভেইদ শহরের কারাম আল-কাওয়াদিস এলাকার সেনা চেকপোস্টে এক হামলাকারী একটি গাড়ি ভর্তি বিস্ফোরক নিয়ে বিস্ফোরণ ঘটায়।

নিরাপত্তা কর্মকর্তা আরো জানান, বিস্ফোরণে অন্তত ২৬ জন নিহত ও ২৮ সেনা আহত হয়েছে। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

এদিকে উক্ত হতাহতের পর উত্তর সাইনা প্রদেশের 'আল আরিশ' শহড়েও একটি বোমা হামলার ঘটনা ঘটেছে বলে খবর ছড়িয়ে পড়ে। কিন্তু আরিশ শহরের নিরাপত্তা বিভাগ শুক্রবার রাতে ঘটনাটিকে গুজব বলে সংবাদ মাধ্যমকে জানান। ফলে জনমনে আরো হামলা হওয়ার আন্তঙ্ক বাসা বাঁধে।

উল্লেখ্য গত তিন বছর মিশরের এই সাইনা অঞ্চলটিতে বেশ কয়েকবার বড় ধরণের হামলার ঘটনা ঘটলো এবং ছোট খাটো ঘটনা প্রায়ই ঘটে বলে জানা যায়।

(ওএস/এইচআর/অক্টোবর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test