E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

আইএসকে পিছু হটাতে কুর্দি বাহিনী

২০১৪ অক্টোবর ২৬ ১০:২৪:৫২
আইএসকে পিছু হটাতে কুর্দি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর ইরাকে আইএস (ইসলামিক স্টেট) যোদ্ধাদের পিছু হটানোর দাবি করেছে কুর্দি বাহিনী।

প্রসঙ্গত, গত জুনে মসুলের ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত জুমার শহরের নিয়ন্ত্রণ নেয় আইএস। এরপর গত আগস্টে সেখানে কুর্দি পেশমার্গা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ ঘটে। তবে বতর্মানে কুর্দি বাহিনী দক্ষিণাঞ্চলের জার্ফ আল-সাখার থেকে আইএসকে হটিয়ে দিয়েছে।

জানা যায়, কুর্দি বাহিনী আইএসকে হটিয়ে উত্তর ইরাকে জুমার শহর ও বেশ কয়েকটি গ্রামের পুনর্দখল নিয়েছে।

এই সময় কুর্দিদের সহায়তায় বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। গত শুক্র ও শনিবার ইরাক জুড়ে ২২টি বিমান হামলা চালানো হয়। সূত্র : বিবিসি

(এমএম/এনডি/অক্টোবর ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test