E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ইউক্রেনে বিদ্রোহীদের হামলায় ৬ সেনা নিহত

২০১৫ এপ্রিল ০৫ ২১:৪৯:২৩
ইউক্রেনে বিদ্রোহীদের হামলায় ৬ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : রুশপন্থী সশস্ত্র বিদ্রোহীদের পৃথক দু’টি হামলায় নতুন করে ইউক্রেনের ছয় সেনা নিহত হয়েছেন।

পূর্ব ইউক্রেনে রবিবার সরকারি বাহিনীর ওপর এই হামলা করে বিদ্রোহীরা। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার ইউক্রেন যুদ্ধের প্রথম বছরপূর্তির প্রাক্কালে নতুন করে আবারও দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটল।

খবরে বলা হয়, দোনেৎস্কের সরকারি নিয়ন্ত্রিত শহর স্ক্যাস্টিতে সরকারি সৈন্যদের ওপর হামলা চালায় বিদ্রোহীরা।

স্ক্যাস্টি শহরের একটি ব্রিজের ওপর দিয়ে যাত্রাকারী সৈন্যবাহী একটি গাড়িকে লক্ষ্য করে হামলা করা হয়। আঞ্চলিক পুলিশ জানিয়েছে, এতে অন্তত চার সৈনিক নিহত হয়েছেন।

প্রায় এক ঘণ্টার ব্যবধানে সরকারি সৈনিকদের ওপর দ্বিতীয় দফায় হামলা করে বিদ্রোহীরা। এই হামলার ঘটনা ঘটে মারিওপলের শিরোকিন শহরে। সেনাদের একটি গাড়িকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণে সেখানে অন্তত দুই সৈনিক নিহত হন। আহত হন আরও এক সৈনিক।

এর আগে শনিবার বিদ্রোহীদের বোমায় নিহত হয়েছিলেন তিন সৈনিক। ফলে দুই মাস ধরে চলমান অস্ত্রবিরতি হুমকির মুখে পড়ছে বলে মন্তব্য করেছে রয়টার্স।

প্রসঙ্গত, গত বছর ৭ এপ্রিল পূর্ব ইউক্রেনের দখল ও নিয়ন্ত্রণ নিয়ে ইউক্রেন সরকার ও রুশপন্থী বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ শুরু হয়। এক বছরে এই যুদ্ধে ছয় হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।

(ওএস/এটিআর/এপ্রিল ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test