E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ইরাকসুন্দরীকে আইএসে যোগ দেওয়ার আমন্ত্রণ

২০১৫ ডিসেম্বর ২৫ ১১:৫৪:৩৫
ইরাকসুন্দরীকে আইএসে যোগ দেওয়ার আমন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে সুন্দরী প্রতিযোগিতায় নির্বাচিত সেরা সুন্দরী শায়মা কাসিম আবদেল রহমানকে নিজেদের সংগঠনে যোগ দিতে বলেছে ইসলামিক স্টেট (আইএস)। মঙ্গলবার শায়মাকে আইএস ফোন করে এ নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, ১৯৭২ সালের পর গত শনিবার প্রথমবারের মতো ইরাকের রাজধানী বাগদাদে সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে শায়মা ‘মিস ইরাক’ নির্বাচিত হন। মঙ্গলবার টেলিফোন করে তাকে আইএসে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় তাকে অপহরণ করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

উত্তর ইরাকের কিরকুক শহর থেকে আসা ২০ বছর বয়সী শায়মা বলেছেন, আইএসের এই হুমকি তাকে দমাতে পারবে না।

তিনি বলেন, ‘আমি প্রমাণ করতে চাই ইরাকে সমাজে নারীদের আলাদা অস্তিত্ব আছে। পুরুষের মতো তারও অধিকার রয়েছে। আমি কোনো কিছুকেই ভয় পাই না। কারণ আমি জানি, আমি যা করছি তা সঠিক।’

চল্লিশ বছরেরও বেশি সময় পর অনুষ্ঠিত সুন্দরী প্রতিযোগিতা আয়োজনকারীদের এর আগে চরমপন্থিরা হত্যার হুমকি দিয়েছিল। প্রতিযোগিতায় দুইশ নারীর অংশগ্রহণের কথা থাকলেও শেষ পর্যন্ত হুমকির কারণে মাত্র ১০ জন নারী এতে অংশ নেয়।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test