E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ইয়েমেনে সৌদি রাজপুত্র নিহত

২০১৫ ডিসেম্বর ২৬ ১০:৪৯:১০
ইয়েমেনে সৌদি রাজপুত্র নিহত

আর্ন্তজাতিক ডেস্ক : ইয়েমেনে আনসারুল্লাহ আন্দোলনের অনুগত গণবাহিনী ও সরকারি সেনাদের যৌথ বাহিনী দেশটির কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত মারিব প্রদেশে সৌদি সেনাদের ওপর পাল্টা হামলা চালিয়ে একজন সৌদি রাজপুত্রকে হত্যা করেছে।  খবর আইআরআইবির। সহকারী ইনস্পেক্টর জেনারেল আমির মুহাম্মাদ বিন মুসায়িদ বিন জালাওয়ি নামের এই সৌদি শাহজাদা তার কয়েকজন সহযোগীসহ আলহাজার অঞ্চলে ইয়েমেনি সেনাদের হামলায় নিহত হয়।

এ বিষয়ে সৌদি সরকারের কোনো মন্তব্য এখন পর্যন্ত জানা যায়নি। এর আগে আনসারুল্লাহর সেনারা এ অঞ্চলে সৌদি সরকারের পক্ষ হয়ে লড়তে-আসা একদল ভাড়াটে সেনাকে হত্যা করে। আল-আহদ বার্তা সংস্থা জানিয়েছে, ইয়েমেনের সরকারি সেনারা দেশটির উত্তরাঞ্চলে আল জাফ প্রদেশে কয়েকটি সংঘর্ষের ঘটনায় আমিরাতের ৯ জন সেনা কর্মকর্তাসহ অন্তত ৪৮ সেনাকে বন্দী করেছে।

এ ছাড়াও ১৩০ জনেরও বেশি ভাড়াটে সেনাকে বন্দী করেছে ইয়েমেনের সরকারি সেনারা। সৌদি সরকারের নেতৃত্বাধীন কয়েকটি দেশের সামরিক জোট ইয়েমেনে সৌদি দেশটির ওপর হামলা চালিয়ে যাচ্ছে। গত ২৬ মার্চ থেকে এ হামলা শুরু হয়। শত শত শিশু ও নারীসহ অন্তত ৭ হাজার বেসামরিক ইয়েমেনি নাগরিক এসব হামলায় নিহত হয়। ইয়েমেনের বেসামরিক অবকাঠামোর বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে নির্বিচার সৌদি হামলায়।

(ওএস/এস/ডিসেম্বর২৬,২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test