E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ফ্রান্সে মসজিদে ভাঙচুর

২০১৫ ডিসেম্বর ২৬ ১১:১০:২১
ফ্রান্সে মসজিদে ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের ভূমধ্যসাগরীয় দ্বীপ কোরসিকায় একটি মসজিদে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দ্বীপটির রাজধানী আজাসিওতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার এক দল মুখোশধারী তরুণ দুই অগ্নিনির্বাপককর্মী ও এক পুলিশ সদস্যকে শহরের নিন্ম আয়ের মানুষদের এলাকা জারডিন ডি লা এমপেররে উঠিয়ে নিয়ে যায় এবং তাদেরকে প্রহারের পর ছেড়ে দেয়। এ ঘটনায় বিক্ষুব্ধ প্রায় দেড়শ লোক শুক্রবার বিকেলে দ্বীপটির পুলিশ সদর দপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। সেখান থেকে একটি গ্রুপ বিচ্ছিন্ন হয়ে জারডিন ডি লা এমপেররে চলে যায়। এসময় তাদের সঙ্গে আরো কয়েক শতাধিক বিক্ষোভকারী যোগ দেয়। তারা ‘ আরবরা চলে যাও’ ‘এটা আমাদের দেশ’ বলে স্লোগান দিচ্ছিল। এক পর্যায়ে বিক্ষোভকারীরা পাশের একটি মসজিদে প্রবেশ করে ও ভাঙচুর চালায়। এসময় তারা মসজিদে থাকা কোরআন শরীফে অগ্নিসংযোগের চেষ্টা চালায়।

আঞ্চলিক কর্মকর্তা ফ্রাঁসেয়া লালেন জানান, ৫০টি কোরআন শরীফ বিক্ষোভকারীরা রাস্তায় ছুঁড়ে ফেলেছিল।

এ ঘটনার পর ওই এলাকায় সারারাত পাহাড়া দিয়েছে পুলিশ। এছাড়া দ্বীপটির পাঁচটি মসজিদে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়াল ভালস একে ‘ অনাকাঙ্খিত অপবিত্র ঘটনা’ বলে মন্তব্য করেছেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজিনেভ্যু মসজিদে হামলাকে ‘ধর্মীয় বিদ্বেষ ও বিদেশি আতঙ্কের’ দিকে ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেছেন।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test