E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রে স্মারক স্ট্যাম্প চালু

২০১৬ জানুয়ারি ২৫ ২০:০৫:৪৯
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রে স্মারক স্ট্যাম্প চালু

নিউইয়র্ক থেকে এনা: অমর একুশ আমেরিকায় অনন্য স্বীকৃতি লাভ করেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবারই প্রথম যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ একটি স্মারক স্ট্যাম্প সিলমোহর চালু করছে। আমেরিকার ডাক বিভাগ  সেলিব্রেটিং টুয়ান্টি ফিফথ অব ইন্টারন্যাশনাল মাদার ল্যাগুয়েজ ডে একুশে ফেব্রুয়ারি ২০১৬ শীর্ষক একটি বিশেষ সিলমোহর ব্যবহার করবে।

মুক্তধারা ফাউন্ডেশন এর পক্ষে বিশ্বজিত সাহার আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ডাকবিভাগ এই বিশেষ সিলমোহর ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটি ২১ ফেব্রুয়ারি ২০১৬ থেকে মাসব্যাপী নিউইয়র্কের জ্যাকসন হাইটস পোস্ট অফিস সিলমোহরটি ব্যবহার করবে। ১৯৯২ থেকে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের সামেন অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে অভিবাসী বাঙালিরা প্রতি বছর অমর একুশে ফেব্রুয়ারি পালন করে থাকে।

মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চের যৌথ উদ্যোগে এই কর্মসূচি এবার স্থায়ী রূপ লাভ করতে চলেছে। আগামী ১ ফেব্রুয়ারি জাতিসংঘ সদরদপ্তরের সামনে এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাস্কর্য উদ্বোধন করা হবে। ভাস্কর্যটি ফেব্রুয়ারি মাসব্যাপী সেখানে উন্মুক্ত রাখার পর আমেরিকার বিভিন্ন রাজ্যে ভ্রাম্যমাণ প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। পরে ভাস্কর্যটি নিউইয়র্কে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করা হবে ।

(এ/এস/জানুয়ারি ২৬,২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test