E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

আফগানিস্তানে সহকর্মীর গুলিতে ১০ পুলিশ নিহত

২০১৬ জানুয়ারি ২৬ ১৬:০২:৩২
আফগানিস্তানে সহকর্মীর গুলিতে ১০ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে উরুজগান প্রদেশে সহকর্মীর গুলিতে কমপক্ষে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটেছে। খবর আলজাজিরার।

উরুজগান প্রদেশের গভর্নরের মুখপাত্র দোস্ত মোহাম্মদ নায়াব জানান, ওই পুলিশ সদস্য উরুজগানের একটি পুলিশ চেকপোস্টের কাছে দায়িত্বপালনরত তার ১০ সহকর্মীকে নেশাজাতীয় কিছু খাওয়ায় এবং পরে গুলি করে হত্যা করে। এদিকে তালেবান জঙ্গিরা এ হত্যার দায় স্বীকার করেছে।

হত্যাকাণ্ডের পর ওই ঘাতক পুলিশ সদস্য পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান শুরু করেছে দেশটির আইন-শৃঙ্খলাবাহিনী। মঙ্গলবার সকালের দিকে চেক পোস্টের কাছে পুলিশের একটি গাড়ি বহর যাওয়ার সময় তালেবান হামলা চালায়। তবে এ হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

(ওএস/এএস/জানুয়ারি ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test