E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

রাশিয়ায় সোয়াইন ফ্লুতে ৫০ জনের মৃত্যু

২০১৬ জানুয়ারি ২৭ ১৪:২৩:১৯
রাশিয়ায় সোয়াইন ফ্লুতে ৫০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত এক সপ্তাহে অর্ধেকেরই মৃত্যু হয়েছে। এ পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদফতরকে সতর্ক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

দক্ষিণাঞ্চলীয় রস্তোভ এলাকার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, সেখানে সর্বশেষ আরো দু’জন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এনিয়ে ওই এলাকায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে ৮ জনের প্রাণহানি ঘটলো।

তবে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে রাশিয়ার শিল্পনগরী ভলগোগ্রাদে। কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। ওই এলাকার অন্তত ৫০টি স্কুলে ফ্লু-আক্রান্তদের সঙ্গে অন্যদের মেলামেশায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়া সেন্ট পিটার্সবার্গে পাঁচজন, দাগেস্তানে এক শিশুসহ পাঁচজন, রাজধানী মস্কোতে একজন এবং ইয়েকাতেরিনবাগে দু’জন ও আদিজিয়াতে একজন মারা গেছে। দেশটির বেশ কিছু অঞ্চল থেকে আরো মৃত্যুর খবর পাওয়া গেছে।

রাশিয়ার বাইরেও সম্প্রতি সোয়াইন ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চলতি বছর ভারতের রাজস্থানে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ২০১৬ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত রাজস্থানে সোয়াইন ফ্লুতে ১১ জনের মৃত্যু হয়েছে। ৫৪ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

২০১৫ সালে ভারতে ৩৩ হাজার মানুষ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন। আক্রান্তদের মধ্যে এক হাজার ৯৯৪ জনের মৃত্যু হয়।

(ওএস/এএস/জানুয়ারি ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test