E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

দ্রুত জিকা ভাইরাসের টিকা আবিষ্কারে ওবামার তাগিদ

২০১৬ জানুয়ারি ২৮ ১১:০১:২৮
দ্রুত জিকা ভাইরাসের টিকা আবিষ্কারে ওবামার তাগিদ

নিউজ ডেস্ক :জিকা ভাইরাস নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা উদ্ভাবনের তাগিদ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ভাইরাসটির দ্বারা সৃষ্ট রোগের চিকিৎসা, প্রতিষেধক ও পরীক্ষা ব্যবস্থা উন্নত করতে গবেষণা কার্যক্রমে গতি আনার আহ্বান জানান তিনি। গত মঙ্গলবার ওবামাকে জিকা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে সম্ভাব্য ক্ষতির বিষয়ে অবগত করান দেশটির শীর্ষস্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা।

উত্তর ও দক্ষিণ আমেরিকার ২০টিরও বেশি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। অপেক্ষাকৃত ছোট মাথা নিয়ে শিশু জন্মের জন্য ভাইরাসটিকে দায়ী করা হচ্ছে। এমন অবস্থায় দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশের সরকার নারীদের এখনই গর্ভধারণ না করার পরামর্শ দিয়েছে। ভাইরাসটির বাহক মশা নিয়ন্ত্রণে এমনকি সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে ব্রাজিল। স্বাস্থ্য বিজ্ঞানের পরিভাষায় শিশুদের এই অবস্থাকে 'মাইক্রোসেফালি' বলা হয়। মাইক্রোসেফালির সঙ্গে জিকা ভাইরাসের সম্পর্ক খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রের গবেষকরা কাজ করছেন। যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ বাস করে এমন এলাকায় ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

হোয়াইট হাউজ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, জিকা শনাক্তকরণ ও প্রতিষেধক আবিষ্কারে গবেষণা কার্যক্রম গতিশীল করতে জোর দিয়েছেন প্রেসিডেন্ট। ভাইরাসটি সম্পর্কে জনগণ যেন পর্যাপ্ত তথ্য পায় ও এর সংক্রমণরোধে কার্যকর ব্যবস্থা নিতে পারে সে নির্দেশও দেন ওবামা। গত সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে জানায়, চিলি ও কানাডা বাদে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সব দেশেই ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে।


(ওএস/এস/জানুয়ারি২৮,২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test