E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবক নিহত

২০১৬ জানুয়ারি ২৮ ১১:১৪:২২
যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে আবারও এক কৃষ্ণাঙ্গ যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার টেনেসির মেমফিসে দ্রুতগামী একটি গাড়িকে থামাতে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় নিহত হন তিনি।

টেনিসি ব্যুরো অব ইনভেস্টিগেশনের (টিবিআই) মুখপাত্র গণমাধ্যমকর্মীদের জানান, বুধবার বিকেলে পুলিশ নিয়মমাফিফ ট্রাফিফ আইন অমান্যকারী চালকদের থামিয়ে কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার কাজ করছিল। এ সময় চেভরোলেট ইম্পালা গাড়িকে থামাতে গেলে চালক পুলিশের নির্দেশকে অমান্য করে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশও পেছনে ধাওয়া করতে থাকে।

একপর্যায়ে চালকসহ গাড়িতে বসা দুই ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে অনবরত গুলি চালাতে থাকে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে এতে একজন নিহত হন। পালিয়ে যাওয়া অপরজনকে পুলিশ খুঁজছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

(ওএস/এস/জানুয়ারি২৮,২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test