E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

সিরিয়া শান্তি আলোচনায় যোগ দিতে জেনেভায় বিদ্রোহীরা

২০১৬ জানুয়ারি ৩১ ১০:৪২:২৫
সিরিয়া শান্তি আলোচনায় যোগ দিতে জেনেভায় বিদ্রোহীরা

নিউজ ডেস্ক :জাতিসংঘের নেতৃত্বে শান্তি আলোচনায় অংশ নিতে সিরিয়ার প্রধান বিদ্রোহী গোষ্ঠীগুলো জেনেভায় পৌঁছেছে। এর আগে সৌদি আরব সমর্থিত উচ্চ সমঝোতা কমিটি (এইচএনসি) বলেছিল, সিরীয় সরকারি বাহিনীর বিমান হামলা এবং অবরোধ তুলে নিলেই কেবল তারা এই আলোচনায় অংশ নেবে।

নিশ্চয়তা প্রাপ্তি সাপেক্ষে জেনেভায় প্রতিনিধিদল পাঠাবেন তারা বলে জানিয়ে ছিলেন। সিরিয়ার গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে জেনেভায় শান্তি আলোচনা শুরু হয়েছে। তবে এইচএনসির মুখপাত্র জেনেভায় আসলেও জানিয়েছেন, তারা আগের দাবি থেকে সরে যাননি। মুখপাত্র সালিম মুসলেট বলেন, আমরা আশাবাদী, কিন্তু সমস্যা হচ্ছে আমরা সিরিয়ার একনায়কতন্ত্রের সম্মুখীন।

আসাদ যদি সমস্যা সমাধানে ইচ্ছুক হত তাহলে আমাদের সিরিয়াতে এই গণহত্যা দেখতে হতো না। তিনি সরকারি কারাগার থেকে নারী ও শিশুদের মুক্তি দাবি করেছেন, তবে এটি আলোচনার পূর্বশর্ত নয় বলে জানিয়েছেন তিনি। এইচএনসি প্রতিনিধি দলের প্রধান রিয়াদ হিজাব এখনো জেনেভাতে আসেননি। একটি অনলাইন পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন, প্রতিনিধি দলের উপস্থিতিতে কিছুই হবে না যদি আসাদ নেতৃত্বাধীন সিরিয়া সরকার অপরাধগুলো অব্যাহত রাখে।

প্রায় পাঁচ বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে আড়াই লাখেরও বেশি মানুষ নিহত ও ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তু চ্যুত হয়েছেন। সিরিয়ার গৃহযুদ্ধই ইউরোপে শরণার্থী স্রোতের প্রধান কারণ। শনিবার তুরস্ক থেকে গ্রিসের লেসবস দ্বীপে যাওয়ার পথে ৩৯ জন শরণার্থী ইজিয়ান সমুদ্রে ডুবে মারা গেছেন যাদের মধ্যে বেশ কয়েকটি শিশু ছিল। খবর বিবিসর।


(ওএস/এস/জানুয়ারি৩১,২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test