E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

শান্তি আলোচনা ব্যাহত করতেই শিয়া স্থাপনায় হামলা

২০১৬ ফেব্রুয়ারি ০১ ১১:৩৩:১৩
শান্তি আলোচনা ব্যাহত করতেই শিয়া স্থাপনায় হামলা

নিউজ ডেস্ক :সিরিয়ার শিয়া মুসলিমদের কাছে সম্মানজনক একটি প্রার্থনাস্থল সাঈদা জইনবে এই হামলার দায় স্বীকার করেছে তথাকথিত ধর্মীয় জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেট। ওই হামলায় প্রাণ হারান কমপক্ষে ৫০ জন। জেনেভায় শান্তি আলোচনায় অংশ নেয়া সরকারী প্রতিনিধি দলের প্রধান বাশার আল জাফরি বলেছেন, এই হামলা প্রমাণ করে যে সন্ত্রাসবাদ ও বিরোধীদের মধ্যে একটা যোগসাজশ আছে। জাফরি বলেন, সিরিয়া সরকার আগে যেমনটি বলেছিল, এই হামলা সেটিকেই প্রমাণ করছে।

অর্থাৎ এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে এমন কিছু রাজনৈতিক দলের মদদ আছে, যারা সবসময়ই মুখে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দাবি করলেও আসলে তা নয়। বাশার আল জাফরি আরও বলেন, এই সন্ত্রাসবাদ ও রক্তপাত বন্ধ করার জন্য অধীর হয়ে অপেক্ষা করছে সিরিয়ার জনগণ। তাই তারা জেনেভার এই শান্তি আলোচনার দিকে চেয়ে আছে"।

ইউরোপীয় ইউনিয়নের বিদেশনীতি বিষয়ক প্রধান বলেছেন, জাতিসংঘের উদ্যোগে যে শান্তি আলোচনা শুরু হয়েছে সেটিকে ব্যাহত করতেই এই হামলা করা হয়েছে। সিরিয়ায় এই রক্তপাত বন্ধ করতে সিরিয়ার সরকারী ও বিরোধী পক্ষকে আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বিবিসি বাংলার প্রতিবেদন ।


-(ওএস/এস/ফেব্রুয়ারি০১,২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test