E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ড. ইউনূসকে স্বর্ণপদকে ভূষিত করলেন মোদি

২০১৭ জানুয়ারি ০৪ ২৩:২৩:০৭
ড. ইউনূসকে স্বর্ণপদকে ভূষিত করলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক : শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূসের হাতে স্বর্ণপদক তুলে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশের ভেঙ্কাটেস্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত ১০৪তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী ড. ইউনূসকে এ পদক তুলে দেন।

বিজ্ঞান কংগ্রেসের মূল বক্তা হিসেবে প্রফেসর ইউনূসসহ আরো পাঁচ নোবেলবিজয়ী ওই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন। সমাজে অবদানের জন্য তাকে ওই স্বর্ণপদক তুলে দেয়া হয়েছে।

কংগ্রেসের ওই অনুষ্ঠানে ভারতের ২০ হাজারেরও বেশি গবেষক, শিক্ষক ও শিক্ষার্থী অংশ নিয়েছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের বিজ্ঞান নীতি, বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণার বিষয়ে আলোচনা করেন।

মোদি বলেন, জ্ঞান ও সম্পদের শেয়ারের জন্য সুযোগ প্রদানের মাধ্যমে ভারতের প্রত্যেক স্থান থেকে সবচেয়ে মেধাবীদের বের করে আনতে একটি পরিবেশ তৈরি করতে হবে। এর মাধ্যমে নিশ্চিত হবে যে, আমাদের তরুণরা বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে উচ্চ প্রশিক্ষণ শেষে বিশ্ব প্রতিযোগিতায় নিজেদের চাকরির জন্য প্রস্তুত করবে।

(ওএস/এএস/জানুয়ারি ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test