E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বাগদাদে জোড়া গাড়িবোমা হামলায় নিহত ১৪

২০১৭ জানুয়ারি ০৬ ১৩:২০:০৭
বাগদাদে জোড়া গাড়িবোমা হামলায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে জোড়া গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবারের ওই হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। খবর রয়টার্সের।

মসুলের উত্তরাঞ্চল থেকে জঙ্গিদের হটানোর চেষ্টা করছে ইরাকি বাহিনী। মার্কিন জোটের সহায়তায় ইরাকি বাহিনী যখন মসুল দখলের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ঠিক সেসময়ই রাজধানীজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে জঙ্গিরা।

শুক্রবার সকালে বাগদাদের পূর্বাঞ্চলীয় আলওবেইদি শহরে প্রথম হামলাটি চালানো হয়। ওই হামলায় ছয়জন নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছে। অনলাইনে প্রকাশিত বিবৃতিতে আইএসের তরফ থেকে ওই হামলা সম্পর্কে জানানো হয়েছে, শিয়া মুসলিমদের একটি জনসমাগমে ওই হামলা চালানো হয়েছে। ওই বিবৃতিতে শিয়াদের ধর্মত্যাগী বলে উল্লেখ করা হয়েছে।

বাব আল মোয়াধাম জেলার কাছাকাছি একটি নিরাপত্তা চেকপয়েন্টে দ্বিতীয় হামলাটি চালানো হয়। ওই হামলায় আটজন নিহত হয়েছে। রাস্তার পাশে পার্কিং করা গাড়ির মাধ্যমেই দু’টি হামলা চালানো হয়েছে।

(ওএস/এএস/জানুয়ারি ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test