E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শক্তিশালী দেশের তালিকায় প্রথম যুক্তরাষ্ট্র

২০১৭ মার্চ ১৮ ১২:১৫:৫৭
শক্তিশালী দেশের তালিকায় প্রথম যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় প্রথম স্থান করে নিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইউএস নিউজ এবং ওয়ার্ল্ড রিপোর্ট বিশ্বের শক্তিশালী দেশের তালিকা প্রকাশ করেছে । এই তালিকায় বিশ্বের ৮০টি দেশ স্থান পেয়েছে। নাগরিকত্ব, জীবন যাত্রার মান, সংস্কৃতি, অর্থনীতি, প্রতিরক্ষা ও সামরিক ব্যবস্থার ওপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

৪৯৪ বিলিয়ন পাউন্ডের প্রতিরক্ষা বাজেট, সেনাবাহিনী, আন্তর্জাতিক জোট, অর্থনীতি এবং রাজনৈতিক প্রভাব ও নেতৃত্বের কারণে যুক্তরাষ্ট্র দশে নয়ের বেশি স্কোর অর্জন করে শীর্ষে জায়গা করে নিয়েছে।

যুক্তরাষ্ট্র ৯ দশমিক ৬ নম্বর পেলেও সেনাবাহিনীতে দশে দশই পেয়েছে রাশিয়া। তবে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে না পারলেও শক্তিশালী দেশের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দেশটি।

শক্তিশালী দেশের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে চীন। এই তালিকায় চীনের পরেই রয়েছে, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, জাপান, ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া, কানাডা, তুরস্ক, ইরান, সুইজারল্যান্ড, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইতালি, সুইডেন, পাকিস্তান, নেদারল্যান্ডস, স্পেন, কাতার, সিংগাপুর, নরওয়ে, ইউক্রেন ডেনমার্ক, মিশর, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, জর্ডান, অস্ট্রেলিয়াসহ আরো বেশ কয়েকটি দেশ।

এই তালিকা প্রকাশের পর সংস্থাগুলো বলছে, বিশ্বের শক্তিশালী দেশগুলো সবার পছন্দ নাও হতে পারে। অনেকেই হয়তো এই দেশগুলো সম্পর্কে নেতিবাচক ধারণাও রাখতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে এই দেশগুলো ধারাবাহিকভাবে প্রভাবশালী সংবাদের শিরোনাম হচ্ছে, নীতি-নির্ধারকদের দখল করে আছে এবং অর্থনৈতিক কাঠামো তৈরি করছে। বিশ্বের বিভিন্ন দেশের ওপরও এরা প্রভাব বিস্তার করে রেখেছে।

(ওএস/এসপি/মার্চ ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test