E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

‘লন্ডন ব্রিজ ইজ ডাউন’

২০১৭ মার্চ ১৮ ১৩:৩২:৫৪
‘লন্ডন ব্রিজ ইজ ডাউন’

আন্তর্জাতিক ডেস্ক : রানী দ্বিতীয় এলিজাবেথ যদি মারা যান, তা হলে কোন সঙ্কেত বার্তায় সেটা প্রথম শীর্ষ মহলে জানানো হবে, সেটা ফাঁস হয়ে গিয়েছে সংবাদপত্রে। রানী বলে কথা! নব্বই পেরিয়েও গিয়েছেন। সঙ্কেত-বাক্য আগে থেকে ঠিক করে রাখাটা অস্বাভাবিক নয়। কিন্তু তাই বলে সেটা আগাম ফাঁস হয়ে যাওয়াটা অস্বস্তির বই কী! দিব্যি আছেন, হেঁটেচলে বেড়াচ্ছেন। প্রাসাদও  সারাই হবে। তারই মধ্যে এ কী অলক্ষুণে কথা! দিব্যি আছেন, হেঁটে চলে বেড়াচ্ছেন। প্রাসাদও  সারাই হবে। তারই মধ্যে এ কী অলক্ষুণে কথা!

অথচ ব্রিটেনের একটি সংবাদপত্র দাবি করেছে, তারা জেনে ফেলেছে সেই সঙ্কেত— ‘লন্ডন ব্রিজ ইজ ডাউন।’ টেমস নদীর উপরে লন্ডন সেতুর নীচ দিয়ে উঁচু জলযান গেলে সেতুটি মাঝামাঝি ভাগ হয়ে উপরে খুলে যায়। যান চলে গেলে আবার তা নেমে এসে আগের মতো হয়ে যায়। কলকাতার খিদিরপুরেও একই ব্যবস্থা আছে। স্বস্তির কথা হল, আপাতত লন্ডন সেতু বহাল তবিয়তে আছে। আছেন রানিও।

রাজপরিবারে রাজা বা রানীর মৃত্যু হলে বরাবরই তা প্রথমে ঘোষণা করা হয় এই ধরনের সঙ্কেত বার্তার মাধ্যমে। রাজপরিবারই তা ঠিক করে থাকে। প্রথমে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ফোন করে ওই সঙ্কেত বার্তা জানানোর কথা রানীর ব্যক্তিগত সচিবের। তার পর সব কমনওয়েলথ রাষ্ট্রে খবর যাবে। সব শেষে জানানো হবে সংবাদমাধ্যমকে। ১৯৫২ সালে যেমন চতুর্থ জর্জের মৃত্যু সংবাদ জানানো হয়েছিল ‘হাইড পার্ক কর্নার’ সঙ্কেত দিয়ে। সকাল সাড়ে ৭টা নাগাদ তাঁর মৃত্যু হলেও তা প্রকাশ করা হয় বেলা প্রায় সওয়া ১১টা নাগাদ।

পরের মাসেই একানব্বই বছরে পা দেবেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তার আগেই এই সঙ্কেতবার্তা ফাঁস হয়ে গেল। ফলে কার্যক্ষেত্রে আদৌ ‘লন্ডন ব্রিজ ইজ ডাউন’ আর ব্যবহার করা হবে কি না, তা নিয়ে সন্দিহান অনেকেই।

(ওএস/এসএস/এসপি/মার্চ ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test