E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নিউ ইয়র্কে মুসলিম দম্পতিকে হেনস্থা

২০১৭ মার্চ ১৮ ১৩:৪০:৫৫
নিউ ইয়র্কে মুসলিম দম্পতিকে হেনস্থা

আন্তর্জাতিক ডেস্ক : নিউ ইয়র্কে এক মুসলিম দম্পতিকে হেনস্থার হাত থেকে বাঁচালেন এক লাতিন আমেরিকান তরুণী। এক মুসলিম দম্পতি নিউইয়র্ক সিটি সাবওয়ে ট্রেনে সফর করছিলেন। এক মধ্যবয়স্ক মহিলা তাঁদের দেখেই তেলেবেগুনে জ্বলে ওঠেন। বাজে মেজাজে ওই দম্পতির কাছে জানতে চান,কেনতাঁরা এ দেশে এসেছেন? তাঁদের মতো মানুষেরাই যত সমস্যার কারণ ইত্যাদি বলে হেনস্থা করতে থাকেন। মাঝে এক যাত্রী মহিলাকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হন।

যখন দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি চলছে,সে সময় এক তরুণী এগিয়ে আসেন মুসলিম দম্পতির সমর্থনে। তিনি মহিলাকে ইংরাজি ও স্প্যানিশ ভাষায় বোঝানোর চেষ্টা করেন যে,এ ভাবে কাউকে অপমান করার অধিকার তাঁর নেই। কিন্তু কে কার কথা শোনে!তখন তরুণী বেশ ধমকের সুরে মহিলার কাছে জানতে চান,তিনি কোথাকার বাসিন্দা। মহিলা জবাবে জানান,পুর্তো রিকো। ট্রেসি টং নামের ওই তরুণী বলেন,সরকার যা করছে সেটা আপনি পছন্দ করুন বা না-ই করুন সেটা আপনার ব্যাপার। কিন্তু ভুলে যাবেন না এখানে সবাই মিলেমিশেই থাকে।

সম্প্রতি আমেরিকান মুসলিমদের উপর বেশ কয়েক বার হামলার ঘটনা ঘটেছে। ট্রাম্প ক্ষমতায় আসার পর বেশ কয়েকটি মুসলিম দেশের ভিসার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এ নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। ট্রেসি টং মনে করেন,দেশের রাজনৈতিক আবহ যা-ই হোক না কেন,এ ভাবে কোনও মানুষকে হেনস্থা করার অধিকার কারও নেই।

(ওএস/এসএস/এসপি/মার্চ ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test