E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

কলম্বিয়ায় ভূমিধস: নিহত দুই শতাধিক

২০১৭ এপ্রিল ০২ ১১:১৬:২৪
কলম্বিয়ায় ভূমিধস: নিহত দুই শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিধসে অন্তত ২০৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ।

রাতে কয়েক ঘণ্টার ভারি বৃষ্টিপাতের পর কিছু নদীর পানি উপচেপড়ার পর পুতুমায়ো রাজ্যে ভূমিধসের এ ঘটনা ঘটে।

রেডক্রস বলছে, অন্তত ২২০ জন এখনো নিখোঁজ রয়েছেন ও ২০২ জন আহত হয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস। ওই এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১ হাজার ১শর বেশি সৈনিক ও পুলিশ সদস্য উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছেন। একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, আহতদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে স্থানীয় হাসপাতালের চিকিৎসকদের।

বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলেও জানানো হয়েছে বিবিসির প্রতিবেদনে।

মকোয়া নদী ও তার কয়েকটি শাখানদীর পানি বৃদ্ধির কারণে ভূমিধসের এ ঘটনা ঘটে। বেশ কিছু ঘরের ছাদ পর্যন্ত কাদা উঠে গেছে। ইকুয়েডর এবং পেরুর সীমান্ত ঘেষা এ অঞ্চল কৃষি ও পেট্রোলিয়াম শিল্পের উপর নির্ভরশীল।

ভারি বৃষ্টিপাত ও ভূমিধস এই অঞ্চলে প্রায়ই ঘটে থাকে। তবে চলতি বছরের মার্চে সেখানে ২০১১ সালের পর সবয়েয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। চলতি বছরের শুরু থেকে ভারি বৃষ্টিপাতের কারণে পেরুতে অন্তত ৯০ জন নিহত হয়েছেন।

(ওএস/এসপি/এপ্রিল ২, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test