E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রোহিঙ্গা শিশুদের মুক্তি দেয়ার আহ্বান ইউনিসেফের

২০১৭ এপ্রিল ১০ ১২:১২:৪০
রোহিঙ্গা শিশুদের মুক্তি দেয়ার আহ্বান ইউনিসেফের

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইন প্রদেশে সাম্প্রতিক সেনা অভিযানের সময় আটক রোহিঙ্গা শিশুদের মুক্তি দেয়ার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ।

সংস্থাটির উপ-নির্বাহী পরিচালক জাস্টিন ফরসিথ রোববার মিয়ানমারে এক সংক্ষিপ্ত সফরে গিয়ে বলেন, দেশটির ‘বুটিডাওং’ কারাগারে অন্তত ১২টি রোহিঙ্গা শিশুর আটক থাকার খবর তিনি রিপোর্ট আকারে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি’র কাছে হস্তান্তর করেছেন।

ওই রিপোর্টে এসব শিশুকে মুক্তি দেয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানান ফরসিথ।

রাখাইন প্রদেশে সাম্প্রতিক সেনা অভিযানে ৬০০ জনেরও বেশি রোহিঙ্গা মুসলমানকে আটক করে নিরাপত্তা বাহিনী।

এই প্রদেশে বসবাসকারী মুসলমানদের বিরুদ্ধে ২০১২ সাল থেকে সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় সহিংসতা চলছে। রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা করা, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া এবং নারীদের ওপর পাশবিক নির্যাতন এখন রাখাইন প্রদেশের নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

গত কয়েক বছরে রাখাইন প্রদেশের শত শত মুসলমান নিহত এবং হাজার হাজার রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছেন। এসব শরণার্থী মিয়ানমারের বিভিন্ন আশ্রয় শিবিরের পাশাপাশি বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ প্রতিবেশী অন্যান্য দেশে পালিয়ে গেছেন।

জাতিসংঘ রোহিঙ্গা মুসলমানদেরকে বিশ্বের সবচেয়ে নির্যাতিত সংখ্যালঘু জনগোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে।

(ওএস/এসপি/এপ্রিল ১০, ২০১৭)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test