E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

লিবিয়ায় গাদ্দাফির ছেলের মুক্তি

২০১৭ জুন ১১ ১২:০৮:৪৮
লিবিয়ায় গাদ্দাফির ছেলের মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার সাবেক নেতা মুহাম্মার গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি মুক্তি পেয়েছেন। বিশেষ ক্ষমায় তাকে মুক্তি দেয়া হয়েছে। এই ঘটনায় নতুন করে দেশে অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।

সন্তানদের মধ্যে সাইফই গাদ্দাফির বেশি পছন্দের ছিলেন। তাকে গাদ্দাফির যোগ্য উত্তরসূরী হিসেবে বিবেচনা করা হয়। গত ছয় বছর ধরে তিনি জিনতান শহরের একটি মিলিশিয়া দলের কাছে বন্দী ছিলেন।

আবু বকর আল সিদ্দিক ব্যাটালিয়ন জানিয়েছে, সাইফকে শুক্রবার মুক্তি দেয়া হয়েছে। তবে তাকে এখনো প্রকাশ্যে আনা হয়নি।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তিনি বর্তমানে পূর্বাঞ্চলীয় বাইদা শহরে তার আত্মীয়দের সঙ্গে রয়েছেন। মিলিশিয়া গ্রুপটি বলছে, তারা অন্তর্বর্তী সরকারের অনুরোধে কাজ করছে।

দেশের পূর্বাঞ্চলীয় সরকার ইতোমধ্যেই সাইফ আল আলমকে বিশেষ ক্ষমা প্রদান করেছে। তবে এর আগেও একবার সাইফের মুক্তির কথা বলা হয়েছিল। পরে তা মিথ্যা প্রমাণিত হয়েছে।

(ওএস/এসপি/জুন ১১, ২০১৭)

পাঠকের মতামত:

১২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test