E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

২৫ ডলারে নকিয়া হ্যান্ডসেট!

২০১৪ আগস্ট ১৪ ১৭:২০:৩৮
২৫ ডলারে নকিয়া হ্যান্ডসেট!

নিউজ ডেস্ক : ইন্টারনেট সুবিধা ছাড়া ২৫ ডলারের নতুন নকিয়া হ্যান্ডসেট প্রকাশের কথা জানিয়েছে মাইক্রোসফট। সুলভ মূল্যের নকিয়া ১৩০ মডেল বাজারে নিয়ে আসার পেছনে সফটওয়্যার জায়ান্টের বড় কোনো উদ্দেশ্য রযেছে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা।

এজন্য অ্যান্ড্রয়েড এমনকি উইন্ডোজ চালিত নকিয়া লুমিয়াতে প্রতিষ্ঠানের মনোযোগ কমছে। এর আগে মাইক্রোসফটের নতুন সিইও সত্য নাদেলা এক ঘোষণায় অ্যান্ড্রয়েড থেকে সরে ফ্ল্যাগশীপ লুমিয়ায় মনোনিবেশের কথা বলেছিল।

বাজার বিশ্লেষকদের মতে, ফিনল্যান্ডের হ্যান্ডসেট নির্মাতা নকিয়ার মোবাইল বিভাগ মাইক্রোসফটের অধিগ্রহণে আসার পর বিশ্ববাজারে ভাল অবস্থানে থাকতে নানা কৌশল অবলম্বন করছে। বিশ্বের দ্রুত বর্ধনশীল হ্যান্ডসেট মার্কেট এবং ইন্টারনেট প্রয়োজন নেই এমন দুটি দিক নজর রাখছে তারা।

দুই সিম সমর্থিত ১৩০’এ ইন্টারনেট সুবিধা বাদে ব্যবহারকারীরা গান এবং ভিডিও’র আনন্দ নিতে পারবে। এ পণ্যের সবচেয়ে অন্যতম সুবিধা এতে ৪৬ ঘণ্টা পর্যন্ত গান এবং ১৬ ঘণ্টা পর্যন্ত ভিডিও উপভোগ্য হবে।

এসডি কার্ড সমর্থিত বলে ৩২ জিবি পর্যন্ত মেমোরিতে গান, ভিডিওসহ দরকারি সব ডকুমেন্ট সংরক্ষণ করা যাবে। ১.৮ ইঞ্চি ডিসপ্লে’র এ পণ্যে আরো থাকছে এফএম রেডিও, ফ্ল্যাশলাইট।

উত্থানশীল বাজারগুলো বিশেষকরে আফ্রিকার ক্রেতাদের আওতায় রাখার গুরুত্বটা বুঝেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানের এছাড়া এখন অন্য কোনো পরিকল্পনা নেই বলেন মাইক্রোসফটের জো হার্লো। উল্লেখ্য, নকিয়া এক্স পণ্যেও মাইক্রোসফট একই কৌশল খাটিয়েছিল।

আপাতত নকিয়া ১৩০ এর কার্যক্রমের বিষয়ে কোনো তথ্য প্রকাশ না হলেও প্রথমত আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের কিছু দেশে সীমিত পরিমানে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

(ওএস/অ/আগস্ট ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test