E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

মহাকাশে নতুন কৃষ্ণ গহ্বর

২০১৪ সেপ্টেম্বর ১৯ ১২:৪৫:০১
মহাকাশে নতুন কৃষ্ণ গহ্বর

নিউজ ডেস্ক : মহাকাশে নতুন এক কৃষ্ণ গহ্বরের সন্ধান পেয়েছেন ইউনির্ভাসিটি অব উতহার একদল জ্যোর্তিরবিজ্ঞানী। সম্প্রতি খুঁজে পাওয়া এই গহ্বরটির আয়তন সূর্যের চেয়ে ২১ মিলিয়ন গুণ বড় বলে জানা যায়।

এর আগে ২০০৮ সালে মহাকাশ বিজ্ঞানীরা অতিমাত্রায় ভর বিশিষ্ট একটি কৃষ্ণ গহ্বরের সন্ধান পান। যার ভর সূর্যের চেয়ে চার মিলিয়ন গুণ বেশি।

অষ্টাদশ শতাব্দীতে প্রথম তৎকালীন মহাকর্ষের ধারণার ভিত্তিতে কৃষ্ণ গহ্বরের বিষয়টি উত্থাপিত হয়। প্রতিটি নক্ষত্রের স্থানে কম-বেশি কৃষ্ণ গহ্বরের অস্তিত্বের কথা জানা যায়। সাধারনত বেশিরভাগ নক্ষত্রপুঞ্জই তার মধ্যস্থ কৃষ্ণ গহ্বরকে কেন্দ্র করে ঘুর্ণয়মান।

কৃষ্ণ গহ্বর মহাকাশের এমন একটি বিশেষ স্থান যেখান থেকে কোন কিছু, এমনকি আলো পর্যন্ত বের হয়ে আসতে পারে না। এটি তৈরি হয় খুব বেশি পরিমাণ ঘনত্ব বিশিষ্ট ভর থেকে। কোন অল্প স্থানে খুব বেশি পরিমাণ ভর একসঙ্গে হলে সেটা আর স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না।

(ওএস/অ/সেপ্টেম্বর ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test