E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কুষ্টিয়ায় এক ক্ষুদে বিজ্ঞানীর রোবট আবিস্কার

২০১৫ নভেম্বর ১৫ ১৫:২২:২৩
কুষ্টিয়ায় এক ক্ষুদে বিজ্ঞানীর রোবট আবিস্কার

কুষ্টিয়া প্রতিনিধি :কুষ্টিয়ার এক ক্ষুদে বিজ্ঞানী স্মার্টফোন কন্টোল রোবট আবিস্কার করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। সেই ক্ষুদে বিজ্ঞানীর নাম এ.এস.এম শামীম হাসান। সে জেলার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মহদীপুর গ্রামের হাজী মো.আব্দুল গনী’র পুত্র।

ইতপুর্বে এই ক্ষুদে বিজ্ঞানী এ.এস.এম শামীম হাসান ওয়াটার লেভেল কন্টোলার, জেনারেটরের ভোল্টেজ ষ্টাবিলাইজার, স্মার্টফোন কন্টোল হোম এপ্লাইন্স এ্যান্ড সিকিউরিটি লক, অটোমেটিক ফ্যান স্প্রিড কন্ট্রোল, অটোমেটিক সোলার ট্রেকার আবিস্কার করে রীতিমত জেলাব্যাপি আলোড়ন সৃষ্টি করে ফেলেছে।

বর্তমানে এ.এস.এম শামীম হাসান কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ্যাপ্লাইড ফিজিক্স, ইলেট্রনিক্স এ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে এমএসসিতে অধ্যয়নরত।

স্মার্টফোন কন্ট্রোল রোবট আবিস্কার প্রসঙ্গে এ.এস.এম শামীম হাসান জানান, এই রোবটটি মুলত উদ্ধার এবং গোপন কোন তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করা যাবে। যে সকল স্থানে সাধারণ মানুষের যাওয়া সম্ভব না, সেখানে এ রোবটটি অনায়াসে যেতে পারবে এবং সেখানকার তথ্য ও ছবি সংগ্রহ করতে পারবে। এটি একটি স্মার্টফোন চালিত রোবট। যার সব কিছুই মোবাইল ফোন দ্বারা কন্ট্রোল করা যাবে। রোবটের চারিপাশে কোন বস্তুর অবস্থান জানার জন্য এর গোপন ক্যামেরাটি ১৮০ডিগ্রি পর্যন্ত ঘুরে ভিডিও চিত্রধারণ করতে পারবে এবং তা সরাসরি টিভিতে দেখা যাবে।

রোবটের একটি হাত রয়েছে। যা দ্বারা কোন নমুনা বস্তুকে তুলে নিয়ে আসতে পারবে।
তিনি আরো জানান, রোবটটি গবেষণা করে তৈরী করতে প্রায় দুই মাস সময় লেগেছে। এই রোবটে ব্লুটুথ মডিউল ব্যবহার করা হয়েছে। যদি ওয়াই-ফাই মডিউল ব্যবহার করা যায় তাহলে এর নিয়ন্ত্রনের দুরত্ব আরো বৃদ্ধি পাবে। বর্তমানে এটি ৫০ মিটার দুর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব।

হাজী মো.আব্দুল গনী জানান, ছোট বেলা থেকেই আমার ছেলে এ.এস.এম শামীম হাসান এসব কাজ নিয়ে গবেষণা করতো। সেই থেকেই তার পথচলা শুরু। আস্তে আস্তে বেশ কয়েকটি ইলেকট্রনিক্স যন্ত্র আবিস্কার করেছে। তারপর থেকেই আমরা তাকে উৎসাহ জুগিয়ে আসছি। তাছাড়া তার বন্ধুরাও তাকে উৎসাহ দিয়েছে।তিনি আরো জানান, ইলেকট্রনিক্স যন্ত্র আবিস্কার করতে প্রচুর অর্থের প্রয়োজন। তার দাবী সরকারী সাহায্যে সহযোগীতা পেলে এসকল ক্ষুদে বিজ্ঞানীরা দেশের জন্য অনেক বড় কিছু আবিস্কার করে দেখাতে পারবে।


(আরএম/এসসি/নবেম্বর১৫,২০১৫)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test