E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বাগেরহাটে ঈদের আগেই এটিএম বুথ টাকা শুন্য

২০১৪ জুলাই ২৭ ১৮:১২:৩২
বাগেরহাটে ঈদের আগেই এটিএম বুথ টাকা শুন্য

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে এটিএম বুথ ওয়ালা ব্যাংকগুলো মানছে না কেন্দ্রিয় ব্যাংকের নির্দেশ। ঈদের আগেই বেসরকারি ব্যাংগুলোর এটিএম বুথগুলোতে টাকা শুন্য হয়ে পড়েছে। দুই দিন বন্ধের ফাঁক ফোঁকর থাকায় শুক্র ও শনিবার দু’দিনে বাগেরহাটের এটিএম বুথে টাকা ছিল না। এরপর রবিবার ব্যাংক ব্যবস্থাপকদের অবগত করার পরও কয়েকটি ব্যাংক বিভিন্ন টালবাহনা করে বিকেলে কিছু টাকা বুথে দিয়েছে বলে গ্রাহকদের নিকট থেকে জানাগেছে।

বাগেরহাটে ব্র্যাক, ইসলামী ও ফাষ্ট সিকউরিটি ইসলামী ব্যাংকের বুথ রয়েছে। এর মধ্যে ব্র্যাক ও ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বুথে ভিসা, মাস্টারসহ অন্যান্য ব্যাংকের কার্ড গুলো কাজ করে। তাই চাকুরীজীবী ও ঈদের ছুটিতে আসা গ্রাহকরা ব্র্যাক ও ফাষ্ট সিকিউরিটি ব্যাংকের বুথের উপর নির্ভরশীল হয়ে পড়ে।

রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এটিএম বুথে ভোগান্তির শীর্ষে ছিল ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বুথ। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত কয়েকশত গ্রাহক এটিএম বুথে টাকা তুলতে না পেরে হয়রানী হয়ে ফিরে গেছে। এই বুথ গুলোর সামনে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ড গ্রাহকদের বুথে টাকা নেই বলে জানিয়ে দেয়। ফলে টাকা তুলতে না পেরে গ্রাহকসহ ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়ে।

এব্যাপারে ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক এমডি সাউদ রানা হাওলাদার জানান, কেন্দ্রিয় ব্যাংকের নির্দেশনা থাকলেও তার ব্যাংকের কেন্দ্রিয় সিদ্ধান্ত পাওয়ার পর বুথে টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে। গ্রাহকরা এই সময়ে হয়রানী হলেও তার করার কিছু নেই।

(একে/অ/জুলাই ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test