E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

প্রাথমিকে পাসের হার ৯৫.১৮ শতাংশ

২০১৭ ডিসেম্বর ৩০ ১৪:২৬:১০
প্রাথমিকে পাসের হার ৯৫.১৮ শতাংশ

স্টাফ রিপোর্টার : প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় এবার পাস করেছে ৯৫ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী। গত বছর প্রাথমিক সমাপনীতে পাসের হার ছিল ৯৮ দশমিক ৫১ শতাংশ। শুধু পাসের হার নয় কমেছে জিপিএ প্রাপ্তির সংখ্যাও।

গত বছরের চেয়ে এবার জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা শতকরা সোয়া ৩ ভাগ কমেছে। এবারের ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা ভাল ফল করেছে। ছেলেদের পাসের হার ৯৪ দশমিক ৯৩ ও মেয়েদের ৯৫ দশমিক ০৩ ভাগ।

শনিবার গণভবনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন।

গত ১৯ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩১ লাখ পরীক্ষার্থী অংশ নেয়।

প্রাথমিক সমাপনীর ফলwww.dpe.gov.bddpe.teletalk.com.bdওয়েবসাইট থেকে এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে। এসএমএসের মাধ্যমে প্রাথমিক সমাপনীর ফল পেতে যেকোনো মোবাইল থেকে DPE লিখে স্পেস দিয়ে স্টুডেন্ট আইডি লিখে স্পেস দিয়ে 2017 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

(ওএস/এসপি/ডিসেম্বর ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test