E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

লটারিতে নয়, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায়

২০২০ নভেম্বর ২৯ ২২:৩৫:৩৬
লটারিতে নয়, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায়

স্টাফ রিপোর্টার : লটারিতে নয়, দেশের সব ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তি করানো হবে পরীক্ষার মাধ্যমে। অনলাইনের মাধ্যমে এ পরীক্ষার আবেদন করতে হবে। আগামী ২৯ জানুয়ারি ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে।

রবিবার (২৯ নভেম্বর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত দেশের ১২টি ক্যাডেট কলেজে ২০২১ সালে সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে শিক্ষার্থীদের। বর্তমানে দেশে ছেলেদের ৯টি এবং মেয়েদের তিনটি ক্যাডেট কলেজ রয়েছে। কলেজগুলো বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেলের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত স্বায়ত্তশাসিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান।

আবেদনের সময়সীমা-

গত ২২ নভেম্বর আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে ২০২১ সালের ১০ জানুয়ারি পর্যন্ত। ওই দিন বিকেল ৫টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।

অনলাইনে www.cadetcollege.army.mil.bd অথবা https://cadetcollegeadmission.army.mil.bd থেকে আবেদন ফরম পূরণ করতে হবে।

পরীক্ষা-

আগামী ২৯ জানুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা ৩০০ নম্বরের। এর মধ্যে গণিতে ১০০, বাংলায় ৬০, ইংরেজিতে ১০০ এবং সাধারণ জ্ঞানে ৪০ নম্বর থাকবে।

লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ, সময় ও স্থান ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আবেদনের যোগ্যতা-

প্রার্থীদের বাংলাদেশি নাগরিক হতে হবে। ষষ্ঠ শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা-

১ জানুয়ারি ২০২১ তারিখ বয়স সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস হতে হবে।

উচ্চতা-

বালক ও বালিকা উভয়ের ক্ষেত্রেই উচ্চতা ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি হতে হবে।

আবেদন ফি-

আবেদন ফি এক হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

(ওএস/এসপি/নভেম্বর ২৯, ২০২০)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test