E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘পাঠ্যবই নিয়ে যা বলা হচ্ছে তার অধিকাংশই মিথ্যাচার’

২০২৩ ফেব্রুয়ারি ০৪ ১৪:৫৩:০২
‘পাঠ্যবই নিয়ে যা বলা হচ্ছে তার অধিকাংশই মিথ্যাচার’

স্টাফ রিপোর্টার : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পাঠ্যবই নিয়ে যা বলা হচ্ছে তার অধিকাংশই মিথ্যাচার। তবে যেখানে ভুল আছে সেখানে সংশোধন করা হচ্ছে। কিন্তু যেসব মিথ্যাচার-অপপ্রচার চলছে সেটি উদ্দেশ্যমূলক। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আর কোনো ইস্যু না পেয়ে একটি মহল পাঠ্যবইয়ের পেছনে লেগেছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কোনো বইয়ের মধ্যে সূত্র লেখা থাকে না। আর কোথাও থেকে লেখা নিয়ে থাকলে কৃতজ্ঞতা স্বীকার করা সাধারণ নিয়ম। এখন মানুষের মাঝে অনেক সচেতনতা এসেছে। কাজেই আমি আশা করবো, এখন থেকে যারা বই লিখবেন সূত্র উল্লেখ করে দিবেন।

তিনি আরও বলেন, শিক্ষাক্রমের যে গুণগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলা উচিত। সেটি সমাজের জন্য জরুরি। কিন্তু একেকটি বিষয় নিয়ে যারা অধিকাংশ ক্ষেত্রে মিথ্যাচার করে বেড়াচ্ছেন এগুলো তাদের আরও উসকে দেয়।

এসময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test