E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘একদিনে দুটি পরীক্ষা নেয়া হবে না’

২০১৫ ফেব্রুয়ারি ১৩ ১৩:৪৮:৩৩
‘একদিনে দুটি পরীক্ষা নেয়া হবে না’

স্টাফ রিপোর্টার : আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যেই সকাল ৯ টায় শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ইংরেজি প্রথমপত্র পরীক্ষা। এবছর সারাদেশে ৩ হাজার ১১৬টি কেন্দ্রে একযোগে শুরু হয় এ পরীক্ষা। এছাড়াও বিদেশের ৮টি কেন্দ্রে হচ্ছে এসএসসি পরীক্ষা।

শুক্রবার সকালে রাজধানীর মতিঝিল আইডিয়ার স্কুল এন্ড কলেজ পরিদর্শন করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, একদিনে এসএসসির দুটি পরীক্ষা নেয়া হবে না, অবরোধের মধ্যেও কৌশলে পরীক্ষা নেয়া হচ্ছে বলেও জানান তিনি। পরীক্ষার সময় হরতাল অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষাটি আগামীকাল সকাল ১০টা থেকে হবে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দ্রুত হরতাল অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছেন অভিভাবকরা।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test