E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

স্থূল শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি

২০১৪ আগস্ট ১৪ ১৫:১৬:৪৯
স্থূল শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি

নিউজ ডেস্ক : স্থূল শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা ৬০ শতাংশেরও বেশি। ব্রিটেনের একটি গবেষণার ফলাফলে এ তথ্য উঠে এসেছে। গবেষণার ফলাফলে স্থূলতাকে ব্রিটেনের জন্য ‘মহামারি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, শুধু মোটা হওয়ার কারণে মানবদেহে বছরে ১২ হাজারের বেশি বিভিন্ন ধরনের ক্যান্সার হচ্ছে। এ থেকে মৃত্যুর হার আগামী দশকে আশঙ্কাজনকভাবে বেড়ে যাবে বলে গবেষণার ফলাফলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

মুটিয়ে যাওয়া শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ ব্রিটেনে ক্যান্সার আক্রান্তদের মধ্যে প্রতি ১০ জনের একজন মোটা মানুষ এবং এর কারণও স্থূলতা।

গবেষকরা হিসাব করে দেখিয়েছেন, ৪১ ভাগ জরায়ুর ক্যান্সারের জন্য দায়ী স্থ’ূলতা। একই কারণে ১০ ভাগের বেশি গল-ব্লাডার, কিডনি, লিভার এবং ক্লোন ক্যান্সার হয়ে থাকে। যদি এভাবে চলতে থাকে, তবে ২০২৬ সাল নাগাদ বছরে অতিরিক্ত ৪ হাজারের বেশি মানুষ ক্যান্সারে মারা যাবে।

লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষক এবং এ গবেষণার প্রধান ডা. কৃষ্ণনান ভাসকারান বলেছেন, হৃদরোগ ও ডায়াবেটিস হওয়ার জন্য স্থূলতা অনেকাংশে দায়ী।

তিনি বলেছেন, স্থূলতার কারণে ক্যান্সার হলেও এ বিষয়ে জনসচেতনতা খুবই কম। এ ছাড়া ব্রিটেনের প্রাপ্ত বয়স্ক প্রতি তিনজনের মধ্যে দুইজনই মোটা অথবা তাদের ওজন উচ্চতা অনুযায়ী অতিরিক্ত।

ডা. কৃষ্ণনান ভাসকারান আরো বলেছেন, বিশ্বজুড়ে মোটা মানুষ ও অতিরিক্ত ওজনের মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ধারা যদি চলতে থাকে তবে বিশ্বে হৃদরোগ ও ডায়াবেটিস আশঙ্কাজনকভাবে বেড়ে যাবে।

(ওএস/অ/আগস্ট ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test