E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বাংলাদেশ হবে মেধানির্ভর ও ডিজিটাল ইকোনমির দেশ’

২০১৭ অক্টোবর ১১ ১৫:১৩:১৯
‘বাংলাদেশ হবে মেধানির্ভর ও ডিজিটাল ইকোনমির দেশ’

স্টাফ রিপোর্টার : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশ হবে মেধানির্ভর ও ডিজিটাল ইকোনমির দেশ। এবারের বাজেট হচ্ছে হার্ডওয়ার শিল্প বিকাশের বাজেট। এ বাজেটে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব ইত্যাদি উৎপাদন ও সংযোজনে ব্যবহৃত হয় এমন যন্ত্রাংশে শুল্ক কমানো হয়েছে।

বুধবার আসিটি ডিভিশন সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৭’ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পলক বলেন, এবারের বাজেট দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে। আগামী ১৮ থেকে ২০ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৭’ তে এর প্রভাব পড়বে।

এবার জাপান, মালয়েশিয়া, তাইওয়ান, রাশিয়াসহ প্রায় অর্ধশত দেশের তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তি ও উদ্যোক্তরা মেলায় অংশ নেবেন বলেও জানান প্রতিমন্ত্রী।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী, বাংলাদেশ হাইটেক পার্কের এমডি হোসনে আরা বেগম, বিসিএলের পরিচালক আলী আশফাক প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/অক্টোবর ১১, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test