E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

দুর্গাপুরে তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ

২০১৪ আগস্ট ১৬ ১৫:০২:৩০
দুর্গাপুরে তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জেলার দুর্গাপুর উপজেলায় বাংলাদেশ সরকারের ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও টিএমএসএস আয়োজিত ‘বাড়ি বসে বড়লোক’ এর আওতায় অন লাইনে আয় বিষয়ক বিনামূল্যে ০২ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়েছে শনিবার।

এই প্রশিক্ষণ কর্মসূচীতে ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছেন । তাদেরকে দুই দিন ব্যাপি Basic out sourceing বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। এই কর্মসূচীটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস।
এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মো. ফাহাদ পারভেজ বসুনীয়া এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমদাদুল হক খান, প্রশিক্ষক মো. আল আমিন, মো. ফয়সল হক। বক্তারা বলেন যুবশক্তিকে স্বাবলম্বী হিসাবে গড়ে তোলাই এই প্রশিক্ষণ কর্মসূচীর মূল লক্ষ্য এবং বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসাবে গড়ে তোলার বর্তমান সরকারের স্বপ্ন বাস্তবায়ন করতে দেশের সকল উপজেলায় এই প্রশিক্ষণটি পরিচালনার মাধ্যমে ‘বাড়ি বসে বড় লোক’ প্রশিক্ষণ কর্মসূচীর মধ্যে দিয়ে নিজেরা স্বাবলম্বী ও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে।
(এনএস/এএস/আগস্ট ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test