E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাঁদে ভিনগ্রহের প্রাণী শুধুই ময়লা : নাসার বিজ্ঞানীরা

২০১৪ আগস্ট ১৬ ১৬:০৭:০৯
চাঁদে ভিনগ্রহের প্রাণী শুধুই ময়লা : নাসার বিজ্ঞানীরা

নিউজ ডেস্ক : চাঁদে ভিনগ্রহের প্রাণী হাঁটছে বলে সম্প্রতি সারা বিশ্বে আলোচিত এমন একটি ভিডিও আর কিছুই নয় যা শুধুই ময়লা, চোখের পাঁপড়ি কিংবা যে ফিল্ম দিয়ে ছবিটি তোলা হয়েছে তার নেগেটিভের ওপর পড়া একটি দাগ মাত্র বলে চিহ্নিত করেছেন নাসার বিজ্ঞানীরা।

ভিডিওটি ইউটিউবে পোস্ট করার এক মাসের মধ্যে ২০ লাখেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন বলে জানিয়েছে আইএএনএস। এতে চাঁদের ওপর একটি ভিনগ্রহের প্রাণীকে দেখা যায়। একটি অন্ধকার আকৃতিতে গুগল মুনে এটিকে দেখনো হয়েছে।

নাসার বিজ্ঞানীদের মতে, এই ভিডিওটি ১৯৭১ সাল থেকে ১৯৭২ সালের মধ্যে অ্যাপোলো ১৫ অথবা ১৭ মানুষবাহী চাঁদে অভিযানের সময় তোলা হয়েছিল।

নাসার এক বিজ্ঞানী বলেন, ‘আমার যতদূর মনে হয়, এটি ফিল্মের ওপর থাকা কোনো ময়লা, চোখের পাঁপড়ি বা ফিল্মের নেগেটিভের কোনো দাগ হবে।’


(ওএস/এটিআর/আগস্ট ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test