E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ইলেকট্রিক মোপেড নিয়ে আসছে কাইনেটিক

২০২১ আগস্ট ২৯ ১৫:৩০:৩৯
ইলেকট্রিক মোপেড নিয়ে আসছে কাইনেটিক

তথ্যপ্রযুক্তি ডেস্ক : করোনাকালে সাইকেল ও বাইকের চাহিদা বেড়েছে পৃথিবীর সব দেশে। এই চাহিদার কথা মাথায় রেখে ভারতের কাইনেটিক এনার্জি ইলেকট্রিক মোপেড নিয়ে আসছে। কিছু দিনের মধ্যে এটি লঞ্চ হবে।

জানা গেছে, পুরোনো দিনের লুনা মোপেড নতুন করে লঞ্চ করবে কাইনেটিক। কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরেই ইলেকট্রিক মোপেড লঞ্চ করবে কাইনেটিক। এই মোপেডে ব্যাটারি রেঞ্জ ভালো পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

নব্বইয়ের দশকে ৫০ সিসির কাইনেটিক মোপেড খুব জনপ্রিয় হয়েছিল। তবে ২০০০ সালের পর সেই মোপেডের উৎপাদন বন্ধ করে দেয় কোম্পানি। ইলেকট্রিক লুনার সঙ্গে পুরনো ডিজাইনের অনেকটাই মিল থাকবে।

কাইনেটিক লুনাতে ১ ডব্লিউ-এর মোটর থাকবে। ফুল চার্জে ৮০ কিলোমিটার পথ অতিক্রম করা যাবে। এর গতি হবে ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। এটি লো স্পিড ভেহিকেল। এতে এলইডি লাইট, ডিআরএল, ইউএসবি চার্জার, ডিজিটাল ডিসপ্লে থাকবে।

(ওএস/এসপি/আগস্ট ২৯, ২০২১)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test