E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নড়বড়ে সম্পর্কটিকে মজবুত করুন

২০১৪ আগস্ট ১৩ ১৬:৪৭:৫৩
নড়বড়ে সম্পর্কটিকে মজবুত করুন

নিউজ ডেস্ক : বিবাহিত সম্পর্কগুলো এখন একটু ঝামেলাতেই নষ্ট হয়ে যাচ্ছে। সম্পর্কগুলো যেমন খুব সহজ হয়ে গিয়েছে সম্পর্ক বিচ্ছেদও খুব সহজ হয়ে গেছে। ভেবে দেখুন আপনি কি আপনার সম্পর্কটি নিয়ে বেশ চিন্তিত? আসুন জেনে নিই এমন ৫ টি পরামর্শ যা আপনার সম্পর্কটিকে নড়বড়ে অবস্থান থেকে মজবুত অবস্থানে এনে দিতে পারে।

১. ঝামেলার উৎস খুঁজে বের করুন :
আপনার সংসারে বা সম্পর্কে যদি সবসময় কোনো না কোনো ঝামেলা লেগেই থাকে যার কারণে আপনার স্বামীর সাথে সম্পর্ক খারাপ হয়েই চলেছে তাহলে আপনার প্রথম যে কাজটি করতে হবে সেটি হল ঝামেলার মূল উৎস খুঁজে বের করুন। ঝামেলাটিকে চিহ্নিত করে সেটি সমাধানের চেষ্টা করুন। দেখবেন অনেকটা সমাধানের পথে যাবে আপনার সম্পর্কটি।

২. সব দোষ তার উপরে চাপাবেন না :
একটি সম্পর্ক নষ্ট হওয়ার মূল কারণ হল দুজনের ঝগড়ার মধ্যে সব দোষ দুজন দুজনের উপরে চাপানোর অভ্যাস। এই বাজে অভ্যাসটি দূর করে দিন। নিজের যদি কোনো ভুল থাকে সেটি স্বীকার করুন। পাশাপাশি তার যদি কোনো দোষ থাকে তাহলে তাকে সেটি ভালোবাসার চোখে দেখে তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিন। সমস্ত দোষ তার উপরে চেপে না দিয়ে সেগুলো নিয়ে সঠিক সমাধানের চেষ্টা করুন।

৩. মানুষ মাত্রই ভুল করে এই ভেবে তাকে নতুনভাবে ভালোবাসুন :
প্রতিটি মানুষই জীবনে অনেক ভুল করে থাকেন কিন্তু ভুল শোধরানোর মনমানসিকতা যদি তার থাকে তাহলে তাকে ক্ষমা করা যেতে পারে। আপনি আপনার জীবনে এই থিওরিটিকে মেনে চলুন। আপনার জীবনসঙ্গীকে নতুনভাবে ভালোবাসার চেষ্টা করুন। ঝগড়ার মুহূর্তটি মনে না রেখে তাকে ভালোবাসুন আরও দৃঢ়ভাবে।

৪. তাকে নতুন নতুন উপহার দিতে পারেন :
সম্পর্কটিকে আগের মত করে ফেলতে আপনাবে তার প্রতি এক ধরনের ইতিবাচক ধারণা রাখতে হবে এবং এর জন্য তাকে নতুন নতুন কিছু উপহার দিতে পারেন। এর ফলে সম্পর্কটি আর নড়বড়ে থাকবে না, মজবুত হয়ে যাবে।

৫. দূরে কোথাও ঘুরতে যান :
দূরে কোনো রোমান্টিক পরিবেশে গেলে আপনাদের মাঝে নতুনভাবে কিছু ভালোবাসা জাগ্রত হবে। পৃথিবেীতে কিংবা বাংলাদেশেও এমন কোনো রোমান্টিক জায়গার অভাব হবে না। তাই নড়বড়ে সম্পর্কটিকে মজবুত করতে তাকে নিয়ে ঘুরে আসুন এমনই একটি রোমান্টিক স্থানে।

(ওএস/অ/আগস্ট ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test