E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বৃষ্টি থেকে রক্ষা করুন আপনার জুতা

২০১৪ আগস্ট ১৬ ১৯:০২:১১
বৃষ্টি থেকে রক্ষা করুন আপনার জুতা

নিউজ ডেস্ক : বর্ষাকাল শেষেও বৃষ্টির বিরতি নেই। গতকয়েকদিন ধরেই পড়ছে বৃষ্টি। কিছুক্ষণ পর পরই ঝুপ ঝুপ করে পড়ছে বৃষ্টি। এই ধরণের একঘেয়ে বৃষ্টির সব চাইতে বড় সমস্যা হলো রাস্তাঘাট শুকোনোর সময় পায় না একেবারেই। ফলে প্যাচপ্যাচে কাদা হয়ে থাকে রাস্তায়।

এর মধ্যে বাইরে না বেরিয়েও তো উপায় নেই। জীবনের তাগিদে সকলেই ছুটতে হয় নির্দিষ্ট গন্তব্যে। আর এই ছুটাছুটির সঙ্গী হয় আপনার জুতোজোড়া। ঠিক মতো যত্ন না নিলে কাদা পানিতে জুতোর একেবারেই বারোটা বেজে যায়। তাই এই কাদা-পানি থেকে রক্ষা করতে কিছুটা যত্ন নিন শখের জুতোজোড়ার।

(১) কাদা-পানি পাড়িয়ে বাসায় ফেরার পর জুতোজোড়া ওভাবেই রেখে দেবেন না। কাদা ধুয়ে নিয়ে ভেজা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিন জুতোজোড়া। এরপর একটি শুকনো কাপড় দিয়ে মুছে শুকোতে দিন বাতাসে।

(২) যদি অনেক ডিজাইনেবল জুতো হয় তবে তা ভেজা কাপড় দিয়ে মুছবেন না। এতে জুতো নষ্ট হয়ে যাওয়া ভয় থাকে। এই ধরণের জুতো গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিন।

(৩) যদি স্পোর্টস শু ধরনের জুতো ব্যবহার করে থাকেন তবে অবশ্যই জুতোর ফিতা খুলে নিয়ে তবেই জুতো পরিষ্কার করে শুকোতে দেবেন। ফিতা সহ কাজটি করতে যাবেন না।

(৪) পুরোপুরি শুকিয়ে না যাওয়া পর্যন্ত জুতো কখনোই ক্লজিট বা বদ্ধ কোনো জুতোর র্যা কে রাখবেন না। বাতাসে রেখে দিন, পুরোপুরি শুকিয়ে গেলে তারপর জুতোর আলনায় রাখুন।

(৫) জুতো তাড়াতাড়ি শুকোনোর জন্য সূর্যের আলোয় অর্থাৎ রোদের মধ্যে রেখে দেবেন না। এতে করে জুতোর আরও বেশি ক্ষতি হয়ে যায়। জুতো বাতাসে শুকিয়ে নিন। অথবা পুরনো খবরের কাগজ বা নিউজপ্রিন্ট কাগজ ঢুকিয়ে রাখুন জুতোর ভেতরে। এতে করে কাগজ পানি শুষে নিয়ে জুতো শুকোতে সাহায্য করবে।

(৬) কখনোই অপরিষ্কার মোজা পড়বেন না। বিশেষ করে এই কাদাপানিতে। এতে করে জুতোর ভেতর ও বাইরে দুটোই নষ্ট হয়ে যায়। পরিষ্কার মোজা পরার চেষ্টা করুন।

(৭) চামড়ার তৈরি জুতো এই কাদাপানিতে পড়বেন না একেবারেই। এতে চামড়ার জুতো পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। যদি নিতান্তই পরতে হয় তাহলে ওয়াক্স পলিশ দিয়ে পলিশ করে নিন জুতোজোড়া।

(ওএস/অ/আগস্ট ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test