E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মাছের দাঁত মানুষের মত!

২০১৫ জুন ২৮ ১৭:৩১:২৪
মাছের দাঁত মানুষের মত!

আন্তর্জাতিক ডেস্কঃ পৃথিবীর অনেক ঘটনাই আছে যা বিস্ময়কর এবং অকল্পনীয়, কিন্তু বাস্তব। তার মধ্যে একটি ঘটনা হচ্ছে মানুষের দাঁতের মত মাছের দাঁত! কেউই বিশ্বাস করতে চাচ্ছেন না, হয়ত কারও বিশ্বাস করতে বেগ পেতে হচ্ছে। তারপরও ঘটনাটি একেবারেই সত্য।

মাছে সাধারণত মানুষের দাঁতের মতো ধারালো দাঁত দেখা যায় না। কিন্তু এবার মাছের মুখে দেখা গেছে হুবহু মানুষের দাঁতের মতো দাঁত। মাছটি ধরে মুখ খুললে দেখা যায় মুখের ভেতর নিচের পাটির দাঁত অবিকল মানুষের দাঁতের মত।

সম্প্রতি, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সির ফিলাডেলফিয়ার একটি শহরের লেকে এক শিশু ও তার বাবা বড়শি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ করেই তাদের বড়শিতে অদ্ভুত আকৃতির এই মাছটি উঠে আসে।

প্রথমে তারা ভাবেন, এটি হয়ত পিরানহা মাছ। পরে তারা জানতে পারেন, এটি মূলত আমাজন অঞ্চলের মাছ এবং এই মাছগুলো মূলত অ্যাকুরিয়ামে পোষা হয়। তবে এর আদিবাস ব্রাজিল। একে বলা হয়, পাকু মাছ।

মাছে মানুষের মতো ধারালো দাঁত দেখে তারা স্থানীয় প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের দেখান। তাদের কাছ থেকে জানা জানা যায়, এ মাছের মূল আবাস ছিল মূলত ব্রাজিলে। পরে সেখান থেকে আমাজন অঞ্চলসহ প্যারিস, স্ক্যান্ডেনেভিয়া ও ওসেনিয়ায় দেখা যায়।

পাপুয়া নিউগিনিতে এ মাছকে বলা হয়, ‘বল কাটার’। সেখানে এ মাছের কামড়ে দুই ব্যক্তির পুরুষাঙ্গ থেকে অতিরিক্ত রক্তরক্ষণ হয় এবং পরে তাদের মৃত্যু হয়। এ জন্য গবেষকরা মজা করে বলেছেন, পুরুষের জন্য ভয়ঙ্কর এই পাকু মাছ।

এ মাছের সম্পর্কে ডেলরানের ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্ট প্রোটেকশনের কর্মকর্তারা জানান, এই প্রজাতির মাছ দক্ষিণ আমেরিকার অনেক দেশে অ্যাকিউরিয়ামে রেখে পোষা হয়। এই মাছ চার ফুট পর্যন্ত লম্বা হতে পারে। হয়ত কেউ লেকে এই মাছ ছেড়েছেন।

এদিকে, এই ভয়ঙ্কর মাছ ধরা পড়ার পর ফিলাডেলফিয়ার বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। স্থানীয়রা এই রাক্ষুসে মাছ সেখানে থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেছেন, মানুষের জন্য ক্ষতিকর মাছ দেখতে চান না।

এর আগে ২০১৩ সালের সেপ্টেম্বরে নিউ জার্সিতে ১০ ইঞ্চি লম্বা একই প্রজাতির মাছ ধরা পড়ে। ওয়াশিংটন স্টেটে ধরা পড়ে ১৭ ইঞ্চি ও এর দুই মাস পর সাউদার্ন ইলিনয়সে ধরা পড়ে ২০ ইঞ্চি লম্বা একই প্রজাতির আরো একটি মাছ।

এ ছাড়া গত গ্রীষ্মে মিশিগানের সেইন্ট ক্লেয়ার লেকে ১৪ ইঞ্চি লম্বা আরো একটি এই মাছ ধরা পড়ে।

(ওএস/এলপিবি/জুন ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test