E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বরিশালের সাংবাদিক হীরাকে সম্মাননা প্রদান

২০১৮ সেপ্টেম্বর ২৯ ১৮:৩৬:১৪
বরিশালের সাংবাদিক হীরাকে সম্মাননা প্রদান

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ইতিহাস, ঐতিহ্য সমৃদ্ধ ধান-নদী ও খাল সমৃদ্ধ বরিশাল জেলার সকল অনুসন্ধানী প্রতিবেদনে অগ্রণী ভূমিকা রাখায় দৈনিক জনকন্ঠ পত্রিকার বরিশালের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। জনপ্রিয় মাসিক ‘বরিশাল পরিক্রমা’র একযুগ পূর্তি অনুষ্ঠানে সাংবাদিকের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

শুক্রবার বিকেলে একযুগ পূর্তি উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ঢাকার তেজগাঁও শিল্প এলাকার নোভো টাওয়ারের স্কাইভিউ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান সচিব বীর মুক্তিযোদ্ধা ড. মুজিবুর রহমান হাওলাদার।

প্রধান আলোচক ছিলেন দৈনিক সমকালের উপ-সম্পাদক অজয় দাস গুপ্ত। শুভেচ্ছা বক্তব্য রাখেন বরিশাল পরিক্রমার সম্পাদক ও প্রকাশক কাজী শিউলী।

উপদেষ্টা সম্পাদক আবু বকর ছিদ্দিক সোহেল ও উপদেষ্টা মোঃ মিজানুর রহমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ বরিশাল বিভাগীয় সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও মুদ্রন সমিতির সভাপতি শহিদ সেরনিয়াবাত, ঢাকাস্থ গৌরনদী-আগৈলঝাড়া সমিতির সভাপিত সৈয়দ জিয়াউর রহমান নবু।

বক্তব্য রাখেন, পত্রিকার পৃষ্ঠপোষক সৈয়দ আকছানুল আলম, সৈয়দ শাহজাহান, উত্তরা ব্যাংক লিমিটেডের এজিএম রিয়াজ হাসান, শিক্ষানুরাগী টিএম রেজাউল করিম, ব্যবসায়ী এআর নাসিম, অগ্রণী ব্যাংকের বরিশাল সার্কেলের জিএম আবুল বাশার সেরনিয়াবাত, রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক নুর ইসলাম খান অসি, দৈনিক বঙ্গজননীর সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জিয়া, উপদেষ্টা কাজী আরিফ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বরিশালের বিশিষ্ট রাজনীতিবিদ, উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তা, শিক্ষাবিদ, সমাজ সেবক, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে সাংবাদিক খোকন আহম্মেদ হীরার হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেয়া হয়। একই অনুষ্ঠানে পত্রিকার একজন প্রতিবেদক ও দুইজন সাংবাদিককে সম্মাননা দেয়া হয়েছে।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

০৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test