E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সালথায় যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পা‌লিত

২০২১ জুন ৩০ ১৭:২৯:০৯
সালথায় যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পা‌লিত

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি : ফ‌রিদপু‌রের সালথায় দৈ‌নিক যায়য‌ায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বা‌র্ষিকী পা‌লিত হ‌য়ে‌ছে। যায়যায়দিন প‌ত্রিকা ১৬ বছরে পদার্পন উপলক্ষে সালথা উপ‌জেলা প্রতি‌নি‌ধি ও সালথা প্রেসক্লা‌বের সহসভাপ‌তি এম কিউ হুসাইন বুলবুলের আ‌য়োজ‌নে বুধবার (৩০ জুন) বেলা ১১টায় সালথা উপ‌জেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকী পা‌লিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সালথা উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকার, জেলা যুবলী‌গের আহ্বায়ক ক‌মি‌টির সদস‌্য শওকত হো‌সেন মুকুল, উপ‌জেলা প্রথ‌মিক শিক্ষক স‌মি‌তির সাধারণ সম্পাদক জা‌হিদুর রহমান, সালথা প্রেসক্লা‌বের সাংবাদিক আবু নাসের হুসাইন, এমকিউ হোসাইন বুলবুল, নুরুল ইসলাম না‌হিদ, আজিজুর রহমান, চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, মনির মোল্যা, আরিফুল ইসলাম, বিধান মন্ডল, আকাশ সাহা প্রমূখ।

এসময় বস্তু‌নিষ্ঠ ও গঠনমূলক সংবাদ প‌রি‌বেশ‌নের জন‌্য দৈ‌নিক য‌ায়যায়দিন প‌ত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিজ্ঞাপণ দাতা, সংবাদ কর্মীসহ সকল শুভানুধ‌্যায়ীদের শু‌ভেচ্ছা ও অ‌ভিনন্দন জানা‌নো হয়। সেই সা‌থে দৈ‌নিক যায়য‌ায়দিন প‌ত্রিকার উত্তরোত্তর সাফল‌্য কামনা কর‌া হয়।

(এন/এসপি/জুন ৩০, ২০২১)

পাঠকের মতামত:

০৯ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test