E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রয়াত সাংবাদিকদের স্মৃতিচারণ ও মাগফিরাত কামনায় স্মরণ সভা 

২০২২ অক্টোবর ০৬ ১৫:৫৯:৩৯
প্রয়াত সাংবাদিকদের স্মৃতিচারণ ও মাগফিরাত কামনায় স্মরণ সভা 

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলার প্রয়াত সাংবাদিকদের স্মৃতিচারণ ও মাগফিরাত কামনায় স্মরণ সভা করেছে নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাব।

গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া মাধবীলতা সিটি প্লাজায় নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের আহ্বায়ক এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় আলোচনা করেন প্রেস ক্লাবের সদস্য সচিব মোঃ মনির হোসেন।

আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, মোঃ সায়মন ইসলাম, এম এ এম সাগর, মেহেদী মঞ্জুর বকুল ও মশিউর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক অপরাধ রিপোর্টের সম্পাদক মাসুদুর রহমান দিপু, দৈনিক আজকের নীর বাংলার প্রধান সম্পাদক গোলাম কিবরিয়া খোকন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নূর মোহাম্মদ নূরু, নিউজ এ টু জেড এর সম্পাদক রফিকুল্লাহ রিপন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সদস্য মনিকা আক্তার, মোঃ সুমন, দৈনিক আমাদের অর্থনীতির প্রতিনিধি অপু রহমান, নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সদস্য জাহিদ হাসান, ইউসুফ আলী প্রধান, আশিকুর রহমান সাজু, সোহেল আহমদ, শরিফুল ইসলাম সুমন প্রমুখ।

স্মরণ সভায় উপস্থিত ছিলেন মরহুম সাংবাদিক আনোয়ার উদ্দিন মিয়ার বড় ছেলে মনোয়ার হোসেন সানী, মরহুম ফটোসাংবাদিক নাদিমের স্ত্রী, সন্তান ও মরহুম ফটোসাংবাদিক জনির সহধর্মিণীসহ ছোট ছেলে। এসময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকেই।

উল্লেখ্য যে, প্রয়াত সাংবাদিকরা হলেন আনোয়ার উদ্দিন মিয়া, এস এম বাবুল, আনিসুজ্জামান অনু, ইলিয়াস আলী, কামাল হোসেন, মেহেদী হাসান নয়ন, তানভীর আহমেদ রনি, মঞ্জুর আহম্মেদ অনিক, শফিকুল ইসলাম জনি, নাদিম আহমেদ ও খায়রুল ইসলাম প্রমুখ।

পরিশেষে মরহুম সাংবাদিকদের রূহের মাগফিরাত কামনা সহ জীবিত সাংবাদিকদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সক্রিয় সদস্য মোঃ মাজহারুল ইসলাম মুন্না।

(এস/এসপি/অক্টোবর ০৬, ২০২২)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test