E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন 

সভাপতি সমরেন্দ্র, সম্পাদক রয়েল

২০২৩ মে ০৫ ১৮:৩৩:০০
সভাপতি সমরেন্দ্র, সম্পাদক রয়েল

কেন্দুয়া প্রতিনিধি : সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আমাদের পথ চলা, এই অঙ্গীকারে ও জাতীয় সংগীতে সুরে সুরে শুক্রবার অনুষ্ঠিত হলো কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এডভোকেট আ.ক.ম. বজলুর রহমান তুলিপের সভাপতিত্বে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলন সভায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক দৈনিক সমকাল কেন্দুয়া প্রতিনিধি সমরেন্দ্র বিশ্বশর্মা ও সাধারণ সম্পাদক তরুণ সাংবাদিক দি বাংলাদেশ টুডে ও জয়যাত্রা টেলিভিশনের কেন্দুয়া প্রতিনিধি মাঈন উদ্দিন সরকার রয়েল।

সম্মেলনে ১৪ সদস্য বিশিষ্ট কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম ফারুখী, সহ-সভাপতি গীতিকার মোঃ ফজলুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক শাহ্ আলম তালুকদার (দৈনিক আমাদের অর্থনীতি), সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মহসীন (দৈনিক ইকরা প্রতিদিন), অর্থ বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ খান অয়ন (দৈনিক ঢাকা প্রতিদিন), সংস্কৃতি বিষয়ক সম্পাদক কামরুল হাসান তালুকদার সবুজ (দৈনিক বাংলার দর্পন), সহ-সাংস্কৃতিক সম্পাদক সৈয়দা আফজালুন্নেছা রুমী, দপ্তর সম্পাদক লুৎফর রহমান হৃদয় (সিএনএ নিউজ ২৪ ডট কম)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, এডভোকেট আ.ক.ম. বজলুর রহমান তুলিপ, মোঃ মহিউদ্দিন সরকার (তামিম টিভি), মনোরঞ্জন সরকার (একুশে টেলিভিশন) ও দেবল চন্দ্র দাস (এস.এ. টিভি)। ওই কমিটি ঐতিহ্যবাহী কেন্দুয়া উপজেলার লোকজ সাহিত্য সংস্কৃতির বিকাশ সহ এলাকার সামগ্রীক সমস্যা ও উন্নয়নের চিত্র জাতির সামনে তুলে ধরতে একনিষ্ঠ ভূমিকা পালন করবে।

(এসবি/এসপি/মে ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test