E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মোহনা টিভির ১৪ বছরে পথচলা উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা

২০২৩ নভেম্বর ১১ ১৫:১৯:১৭
মোহনা টিভির ১৪ বছরে পথচলা উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা

দিলীপ চন্দ, ফরিদপুর : দেশের অন্যতম স্যাটেলাইট চ্যানেল মোহনা টিভি র ১৪ বছরের পথ চলা উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। মোহনা টিভির দর্শক ফোরামের আয়োজনে ফরিদপুর প্রেসক্লাবের লিয়াকত হোসেন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোহনা টিভির ফরিদপুর জেলা প্রতিনিধি আশীষ পোদ্দার বিমানের সভাপতিত্বে এবং বর্ষা পোদ্দার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রতিনিধি আশিষ পোদ্দার বিমান এর সভাপতিত্বে ফরিদপুর প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হুসাইন (অর্থ ও প্রশাসন)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী।

এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মিজানুর রহমান মানিক, ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য-লেখক ও গবেষক মফিজ ইমাম মিলন, প্রেসক্লাবের সাবেক সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্নাবালা।

সভায় বক্তারা বলেন বাংলাদেশ স্যাটেলাইট টিভির মধ্যে মোহনা টিভি একটা গুরুত্বপূর্ণ অবস্থান সৃষ্টি করেছে।

বক্তারা বলেন মোহনা টিভি মুক্তিযুদ্ধের কথা বলে । দেশের কথা বলে। সাধারণ মানুষের কথা বলে।আর তাই তাদের পরিবেশিত খবর বিনোদন এবং মান সম্মত অনুষ্ঠান সকল শ্রেণীর দর্শকদের গ্রহণযোগ্যতা পেয়েছে।

বক্তারা আগামী দিনে মোহনা টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে পরবর্তী পর্বে বাউল সংগীত পরিবেশন করেন বাউল পাগলা বাবলু খান। এরপর কেক কাটা অনুষ্ঠিত হয়।এ সময় বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

(ডিসি/এএস/নভেম্বর ১১, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test